Monday 14 June 2021

আগামী ৩০শে জুন রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদনকারী সংস্হা সেইল ও আরআইএনএল এর ধর্মঘটের সমর্থনে দুর্গাপুর ইস্পাত কারখানায় অভূতপূর্ব শ্রমিক ঐক্য ।

 


দুর্গাপুর,১৪ই জুন : গত ৯ই জুন রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদনকারী সংস্হা সেইল ও আরআইএনএল এর সব কটি কেন্দ্রিয় ট্রেড ইউনিয়ন একসাথে বসে অবিলম্বে এরিয়ার সহ ৫-বছরের বেতন-চুক্তি,প্রকৃত বেসিকের নূন্যতম ১৫% এমজিবি ও ৩৫% ভেরিয়েবেল পার্কস এবং ৯% পেনশন,ঠিকা শ্রমিকদের বেতন-চুক্তি,সিলিং ছাড়া গ্র্যাচুইটি সহ অন্যান্য বিষয়ে অবিলম্বে ফয়সলার দাবিতে ১৪ই জুনের মধ্যে নোটিশ দিয়ে আগামী ৩০শে জুন সংস্হা সেইল ও আরআইএনএল এর সব জায়গায় ধর্মঘট করার সিদ্ধান্ত ঘোষনা করে । সেই অনুসারে আজ দুর্গাপুর ইস্পাত কারখানায় সিআইটিইউ-আইএনটিইউসি-এআইটিইউসি- আইএনটিটিইউসি-এইআইউটিইউসি-এইচএমএস এর পক্ষ থেকে কারখানার ইডি(ওয়ার্কস)-এর কাছে যৌথ ভাবে ধর্মঘটের নোটিশ দেওয়া হয় । এই সময়ে শ্রমিকদের বিশাল জমায়েতে ইউনিয়ন গুলির পক্ষ থেকে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন । সিআইটিইউ এর পক্ষ থেকে বক্তব্য রেখে বিশ্বরূপ ব্যানার্জি সেইল কর্তৃপক্ষের তীব্র সমালোচনা করে বলেন যে সেইল বিপুল লাভ করলেও বেতন-চুক্তি,কোভিডে মৃতদের পোষ্যের চাকরী,বকেয়া দাবী সহ দুর্গাপুর ইস্পাত কারখানার সম্প্রসারন ও আধুনিকীকরনের মত গুরুত্বপূর্ণ বিষয় কে এড়িয়ে যাচ্ছে এবং ইস্পাত শ্রমিকদের চরম বঞ্চনা করছে । শুধু তাই নয়, ট্রেড ইউনিয়ন কে দুর্বল করার উদ্দ্যেশে  অফিসার্স অ্যাসোসিয়েশন কে ব্যবহার করে কর্তৃপক্ষ বিভ্রান্তি ছড়াচ্ছে । এই চক্রান্ত ব্যার্থ করতে ট্রেড ইউনিয়ন গুলি ঐক্যবদ্ধ ভাবে লড়াই করতে নেমেছে ।অবিলম্বে বেতন-চুক্তি সহ বকেয়া দবির ন্যায্য ফয়সালার স্বার্থে তিনি আগমী ৩০শে জুন ধর্মঘট কে সর্বাত্মক করার আহ্বান জানান ।













No comments:

Post a Comment