Monday 28 June 2021

সেইল-আরআইএনএল জুড়ে কালা দিবসে দুর্গাপুর ইস্পাত কারখানায় বিশাল শ্রমিক সমাবেশ : অ্যালয় স্টিল প্ল্যান্টেও বিক্ষোভ ।

 


দুর্গাপুর,২৮শে জুন : কেন্দ্রিয় ও আঞ্চলিক ট্রেড ইউনিয়ন গুলি যৌথ ভাবে  আগামী ৩০শে জুন কেন্দ্রিয় রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদক সংস্হা সেইলে ও আগামী ২৯শে জুন আরআইএনএল  ধর্মঘট করার সিদ্ধান্ত ঘোষনা করেছে।অবিলম্বে স্হায়ী ও ঠিকা শ্রমিকদের সম্মানজনক বেতন-চুক্তি,২০১৭ সালের ১লা জানুয়ারি থেকে এরিয়ার সহ ৫-বছরের বেতন-চুক্তি,প্রকৃত বেসিকের নূন্যতম ১৫% এমজিবি ও ৩৫% ভেরিয়েবেল পার্কস এবং ৯% পেনশন ,সিলিং ছাড়া গ্র্যাচুইটি সহ অন্যান্য বিষয়ে অবিলম্বে ফয়সলার দাবিতে,কোভিডে মৃত স্হায়ী ও ঠিকা শ্রমিকের ১ জন পোষ্যের চাকুরী, সেইল ও আরআইএনএল এর সমস্ত ধরনের বিলগ্নিকরনের ও কোলকাতা থেকে সেইলের আরএমডি দপ্তর সরানোর  বাতিল,আন্দোলনরত ভিলাই ও বোকারো ইস্পাত কারখানার শ্রমিকদের ওপরে চার্জশীট ও সাসপেনশন প্রত্যাহার সহ অন্যান্য দাবিতে এই ধর্মঘট ডাকা হয়েছে ।ইতিমধ্যে কেন্দ্রিয় সরকারের ইস্পাত মন্ত্রকের অধীনস্হ সেইল-আরআইএনএল কর্তৃপক্ষের অনমণীয় মনোভাবের জন্য গত ২২শে জুন থেকে চলা ছয়-দিন ব্যাপী এনজেসিএস এর আলোচনা গতকাল কোন নিষ্পত্তি ছাড়াই শেষ হয় । এর ফলে ইস্পাত শ্রমিকরা কাঁধে কাঁধ মিলিয়ে চোয়াল শক্ত করে আগামী ২৯শে জুন আরআইএনএল ও আগামী ৩০শে জুন সেইলে দাবি আদায়ের জন্য ধর্মঘট কে সর্বাত্মক করার বিভাগে বিভাগে জোরদার ঐক্য গড়ে তুলেছেন । আজ ছিল ইউনিয়নদের যৌথ মঞ্চের ডাকে কালা দিবস । সেইলের সর্বত্র সহায়ী ও ঠিকা শ্রমিকরা দাবি সমূহ সম্বলিত ব্যাজ ধারন করেন । সকালে দুর্গাপুর ইস্পাত কারখানায় অর্জুন মূর্তির সামনে সিআইটিইউ-আইএনটিইউসি-এআইটিইউসি-আইএনটিটিইউসি-এইআইউটিইউসি-এইচএমএস-বিএমএস এর পক্ষ থেকে আহূত বিশাল শ্রমিক সমাবেশ বুঝিয়ে দেয় যে আগামী ৩০শে জুন দুর্গাপুর ইস্পাত কারখানায় ধর্মঘট সর্বাত্মক হতে চলেছে ।সব কটি ইউনিয়ন এর নেতৃত্ব সমাবেশে বক্তব্য রেখে দাবি আদায়ের জন্য ধর্মঘট কে চূড়ান্ত সফল করার আহ্বান জানান । সিআইটিইউ এর পক্ষ থেকে বিশ্বরূপ ব্যানার্জি বক্তব্য রেখে শ্রমিক ঐক্য কে লৌহ দৃঢ় করার আহ্বান জানিয়ে বলেন যে কায়দায় কর্তৃপক্ষ চলেছে তার বিরুদ্ধে সংগ্রামী শ্রমিকের ঐক্যই পারে দাবি ছিনিয়ে আনতে। গড়ে ওঠা শ্রমিক ঐক্য কে আগামী ৩০শে জুন দুর্গাপুর ইস্পাত কারখানায় ধর্মঘট সর্বাত্মক করার পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ রার জন্য তিনি আহ্বান জানান । অ্যালয় স্টিল প্ল্যান্টেও চলে ব্যাজ ধারন ও ধর্মঘটের সমর্থনে যৌথ প্রস্তুতি সভা ।







No comments:

Post a Comment