Sunday 13 June 2021

দুর্গাপুর ইস্পাতনগরীতে চালু হল শ্রমিক ক্যান্টিন ।

 


দুর্গাপুর,১৩ই জুন : আজ থেকে সিআইটিইউ এর দুর্গাপুর ইস্পাত এর উদ্যোগে দুর্গাপুর ইস্পাতনগরীর লালা লাজপত রায় রোডে চিত্তব্রত মজুমদার ভবনে চালু হল শ্রমিক ক্যান্টিন । উদ্যোক্তাদের পক্ষ থেকে নিমাই ঘোষ জানিয়েছেন যে আপাতত আগামী ১ মাস ধরে এই ক্যান্টিন চলবে । প্রতিদিন ১০০ জনের মুখে রান্না করা খাবার তুলে দেওয়ার ব্যবস্হা করেছে শ্রমিক ক্যান্টিন । শ্রমিক ক্যান্টিন উদ্বোধন করেন প্রাক্তন বিধায়ক ও পার্টি নেতা সন্তোষ দেবরায়। বক্তব্য রাখতে গিয়ে তিনি উদ্যোক্তাদের অভিনন্দন জানিয়ে বলেন যে শ্রমিক শ্রেনীর দৃষ্টিভঙ্গী নিয়ে চলে দুর্গাপুরের শ্রমিক আন্দোলন কোভিড অতিমারির কারনে গত বছরের লকডাউনের সময় থেকে প্রথমে পরিযায়ী শ্রমিক ও তারপরে শ্রমিক এবং সংলগ্ন গ্রামাঞ্চলে  কৃষক-ক্ষেতমজুরদের পাশে দাঁড়িয়েছিল,খাবার তুলে দিয়েছিল। এ বছরেও একই ভাবে,দুর্গাপুরের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে বিনা মূল্যে মানুষের মুখে খাবার তুলে দেওয়ার ব্যবস্হা করেছে । পার্টির পশ্চিম বর্ধমান জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার স্মরন করিয়ে দেন যে বামপন্হীরা কোন সংকীর্ণ দৃষ্টিভঙ্গী নিয়ে এই সেবা কাজ করছেন না । শ্রমজীবি মানুষের এই চরম সংকটের দিনে,রাজনীতির রং বিচার না করে সমস্ত শক্তি দিয়ে প্রতিটি পাড়ায় মানুষের পাশে দাঁড়াতে হবে । সিআইটিইউ –এর পঃ বঙ্গ রাজ্য কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য ও হিন্দুস্হান স্টিল এম্পলয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ )-এর সম্পাদকমন্ডলীর আহ্বায়ক বিশ্বরূপ ব্যানার্জি জানিয়েছেন যে শুধু মানুষের মুখে খাবার তুলে দেওয়ার ব্যবস্হা করাই নয়,তার সাথে সাথে সিআইটিইউ রেড ভলান্টয়ার্সদের পাশে থেকে ইস্পাতনগরী ও সংলগ্ন অঞ্চলে কোভিড আক্রান্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে । এছাড়াও বক্তব্য রাখেন স্বপন মজুমদার । উপস্হিত ছিলেন সুবীর সেনগুপ্ত,দিপক ঘোষ,সীমন্ত চ্যাটার্জি,মলয় ভট্টাচার্য,বিজয় সাহা,সীমান্ত তরফদার,আশিস মিশ্র প্রমুখ। উদ্যোক্তাদের হাতে ব্যাক্তিগত আয় থেকে  ৪০০০ টাকার চেক তুলে দেন প্রাক্তন বিধায়ক ও পার্টি নেতা সন্তোষ দেবরায়।

































No comments:

Post a Comment