Monday 21 June 2021

দুর্গাপুর ইস্পাত কারখানায় অভূতপূর্ব শ্রমিক ঐক্য : ৩০শে জুন ইস্পাত শিল্পের ধর্মঘটের সমর্থনে বিশাল সমাবেশ,বাইক মিছিল ।

 


দুর্গাপুর,২১শে জুন :কেন্দ্রিয় ও আঞ্চলিক ট্রেড ইউনিয়ন গুলি যৌথ ভাবে  আগামী ৩০শে জুন কেন্দ্রিয় রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদক সংস্হা সেইল ও আরআইএনএল এর সব জায়গায় ধর্মঘট করার সিদ্ধান্ত ঘোষনা করেছে।অবিলম্বে স্হায়ী ও ঠিকা শ্রমিকদের সম্মানজনক বেতন-চুক্তি,২০১৭ সালের ১লা জানুয়ারি থেকে এরিয়ার সহ ৫-বছরের বেতন-চুক্তি,প্রকৃত বেসিকের নূন্যতম ১৫% এমজিবি ও ৩৫% ভেরিয়েবেল পার্কস এবং ৯% পেনশন ,সিলিং ছাড়া গ্র্যাচুইটি সহ অন্যান্য বিষয়ে অবিলম্বে ফয়সলার দাবিতে,কোভিডে মৃত স্হায়ী ও ঠিকা শ্রমিকের ১ জন পোষ্যের চাকুরী, সেইল ও আরআইএনএল এর সমস্ত ধরনের বিলগ্নিকরনের ও কোলকাতা থেকে সেইলের আরএমডি দপ্তর সরানোর  বাতিল,আন্দোলনরত ভিলাই ও বোকারো ইস্পাত কারখানার শ্রমিকদের ওপরে চার্জশীট ও সাসপেনশন প্রত্যাহার সহ অন্যান্য দাবিতে এই ধর্মঘট ডাকা হয়েছে । আজ সকালে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেটে কারখানার ৭টি ট্রেড ইউনিয়নের প্রত্যেকটি ইউনিয়ন ঐক্যবদ্ধ ভাবে ধর্মঘটের সমর্থনে বিশাল সমাবেশ করে। সিআইটিইউ-আইএনটিইউসি-এআইটিইউসি-আইএনটিটিইউসি-এইআইউটিইউসি-এইচএমএস-বিএমএস এর পক্ষ থেকে আহূত এই সমাবেশে শ্রমিক নেতৃবৃন্দ ৩০শে জুন ইস্পাত শিল্পের ধর্মঘট কে সর্বাত্মক করে তোলার আহ্বান জানান । সিআইটিইউ এর পক্ষ থেকে বক্তব্য রেখে বিশ্বরূপ ব্যানার্জি সেইল কর্তৃপক্ষের তীব্র সমালোচনা করে বলেন যে সেইল বিপুল লাভ করলেও বেতন-চুক্তি,কোভিডে মৃতদের পোষ্যের চাকরী,বকেয়া দাবী সহ দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিলের সম্প্রসারন ও আধুনিকীকরনের মত গুরুত্বপূর্ণ বিষয় কে এড়িয়ে যাচ্ছে এবং ইস্পাত শ্রমিকদের চরম বঞ্চনা করছে । নির্ধারিত সময়ের  ৫৪-মাস অতিক্রন্ত হলেও বেতন-চুক্তি না করে,নয়া পেনশন স্কিম ও মেডিক্লেমের ফরমান জারী করে,কর্তৃপক্ষ স্বৈরাচারী পদক্ষেপ নিয়ে স্হায়ী ও ঠিকা শ্রমিকদের অধিকার কেড়ে নিতে চাইছে । তাই জোট বেঁধে ঐক্যবদ্ধ থেকে আগামী ৩০শে জুন ইস্পাত শিল্পের ধর্মঘট কে সর্বাত্মক করে তোলার তিনি আহ্বান জানান । সমাবেশের শেষে শ্রমিকদের একটি বিশাল বাইক-মিছিল কারখানার ভেতরে ধর্মঘট কে সর্বাত্মক করে তোলার  আহ্বান জানিয়ে প্রদক্ষিন করে।

  অন্য দিকে আজ বিকালে প্রাকৃতিক দূর্যোগ উপেক্ষা করে পার্টির দুর্গাপুর ইস্পাত ১ ও ৩ এরিয়া কমিটির ডাকে ইস্পাতনগরীর এ-জোনের দয়ানন্দ রোড সংলগ্ন পেট্রোল পাম্পের সামনে পেট্রোল-ডিজেল এবং দৈনন্দিন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে বহু মানুষ প্রবল বৃষ্টির মধ্যে বিক্ষোভ সমাবেশে অংশ গ্রহন করেন ।























No comments:

Post a Comment