Friday 4 June 2021

ইস্পাত শ্রমিক-কর্মচারী ও তাদের পরিবারবর্গের করোনা টিকাকরনের জন্য বিশেষ উদ্যোগ গ্রহন করল ডিএসপি কর্তৃপক্ষ : স্বাগত জানাল সিআইটিইউ ।

 


দুর্গাপুর,৪ঠা জুন : আজ শ্রমিক ইউনিয়ন গুলির সাথে ভার্চুয়াল সভার করে  দুর্গাপুর ইস্পাতের কর্তৃপক্ষ দুর্গাপুর ইস্পাত কারখানা ও মিশ্র ইস্পাত কারখানার কর্মরত শ্রমিক-কর্মচারী ও তাদের পরিবারবর্গের এবং অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী ও তাদের ওপরে নির্ভরশীলদের করোনা টিকাকরনের নতুন কর্মসূচী ঘোষনা করে । হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ )-এর পক্ষে বিশ্বরূপ ব্যানার্জি কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত কে স্বাগত জানিয়ে বলেন যে কর্তৃপক্ষ জানিয়েছেন যে আগামী দুই-চার দিনের মধ্যেই নেহেরু স্টেডিয়াম ও অ্যালয় স্টিল প্ল্যান্ট স্টেডিয়ামে টিকাকরনের কাজ শুরু হবে । তিনি আরও বলেন যে জরুরী ভিত্তিতে টিকাকরন ও করোনা অতিমারী রুখতে সাধারন মানুষের  চিকিৎসার স্বার্থে দুর্গাপুর ইস্পাত কারখানার পক্ষ থেকে সঠিক পরিকাঠামো গড়ে তোলার জন্য হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ )-এর পক্ষ থেকে আন্দোলন গড়ে তোলা হয় । ইতিমধ্যে দুর্গাপুর ইস্পাত কারখানার ট্রেনিং ইনস্টিটিউট ও সংলগ্ন অংশে কর্তৃপক্ষ একটি সেফ হোম ও ২০০-শয্যা বিশিষ্ট ছাউনি হাসপাতাল গড়ে রাজ্য সরকারের হাতে তুলে দিয়েছে । এবার টিকাকরনের কাজও শুরু হচ্ছে । এই কাজে কর্তৃপক্ষ কে ইউনিয়ন এর পক্ষ থেকে সহায়তা করা হবে বলে বিশ্বরূপ ব্যানার্জি জানিয়েছেন ।

No comments:

Post a Comment