Wednesday 30 June 2021

দুর্গাপুরে ইস্পাত শ্রমিকদের অভূতপূর্ব ধর্মঘট : সেইল কর্তৃপক্ষের অনমনীয় মনোভাব কে কড়া চ্যালেঞ্জ ।

 


দুর্গাপুর,৩০শে জুন : অবিলম্বে স্হায়ী ও ঠিকা শ্রমিকদের সম্মানজনক বেতন-চুক্তি,২০১৭ সালের ১লা জানুয়ারি থেকে এরিয়ার সহ ৫-বছরের বেতন-চুক্তি,প্রকৃত বেসিকের নূন্যতম ১৫% এমজিবি ও ৩৫% ভেরিয়েবেল পার্কস এবং ৯% পেনশন ,সিলিং ছাড়া গ্র্যাচুইটি সহ অন্যান্য বিষয়ে অবিলম্বে ফয়সলার দাবিতে,কোভিডে মৃত স্হায়ী ও ঠিকা শ্রমিকের ১ জন পোষ্যের চাকুরী, সেইল ও আরআইএনএল এর সমস্ত ধরনের বিলগ্নিকরনের ও কোলকাতা থেকে সেইলের আরএমডি দপ্তর সরানোর  বাতিল,আন্দোলনরত ভিলাই ও বোকারো ইস্পাত কারখানার শ্রমিকদের ওপরে চার্জশীট ও সাসপেনশন প্রত্যাহার সহ অন্যান্য দাবিতে কেন্দ্রিয় ও আঞ্চলিক ট্রেড ইউনিয়ন গুলি যৌথ ভাবে ২৯শে জুন কেন্দ্রিয় রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদক সংস্হা আরআইএনএল ও ৩০শে জুন কেন্দ্রিয় রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদক সংস্হা সেইলে একদিনের ধর্মঘটের ডাক দিয়েছিল।বেতন-চুক্তির জন্য নির্ধারিত সময় ৫৪-মাস অতিক্রম করেলেও কেন্দ্রিয় সরকারের ইস্পাত মন্ত্রকের অধীনস্হ সেইল-আরআইএনএল কর্তৃপক্ষের অনমণীয় মনোভাবের জন্য গত ২২শে জুন থেকে চলা ছয়-দিন ব্যাপী এনজেসিএস এর আলোচনা গতকাল কোন নিষ্পত্তি ছাড়াই শেষ হয় । গতকাল আরআইএনএল ধর্মঘটের বিপুল সাড়া পড়ার পর আজকের ধর্মঘটে সেইলে কার্যতঃ অচল হয়ে পড়েছে । দুর্গাপুরের সেইলের দুই ইস্পাত কারখানা দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টে সাম্প্রতিক কালের মধ্যে সমস্ত ধর্মঘটের নজির কে অতিক্রম করে যায় আজকের ধর্মঘট ।এ ও বি-শিফট মিলিয়ে  দুর্গাপুর ইস্পাত কারখানায় ৭২% ও অ্যালয় স্টিল প্ল্যান্টে ৫৪% শ্রমিক ধর্মঘটে অংশগ্রহন করেন । নাইট শিফটে এই সংখ্যা আরও বাড়বে বলে ট্রেড ইউনিয়ন গুলির যৌথ মঞ্চের নেতৃবৃন্দ এই অভিমত প্রকাশ করেছেন । আজ সকালে বি.টি.রণদিভে ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে,ট্রেড ইউনিয়ন গুলির যৌথ মঞ্চের নেতৃবৃন্দ এই অভিমত প্রকাশ করেছেন যে শেষ মুহূর্তে আইএনটিইউসি ও আইএনটিটিইউসি ধর্মঘটের থেকে সরে দাঁড়ালেও কারখানার শ্রমিকরাই শ্রমিক ঐক্য রক্ষা করে এই নজিরবিহীন ধর্মঘট করেছেন। আগামীদিনেও এই ঐক্য বজায় থাকবে । সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন এর সম্পাদকমন্ডলীর আহ্বায়ক ও সিআইটিইউ এর পঃ বঙ্গ রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য বিশ্বরূপ ব্যানার্জি বলেন যে বিগত আর্থিক বছরে ( ২০২০-২১ ) সেইলের মোট মুনাফার পরিমান হয়েছে ২০,০২০ কোটি টাকা । সংস্হার আধিকারিকদের মোটা টাকার ভাতা বরাদ্দ করা হয়েছে ও বেতন-চুক্তিতে উচ্চ হারে বেতন বৃদ্ধির প্রতিশ্রুতি থাকলেও স্হায়ী ও ঠিকা শ্রমিকদের সম্মানজনক বেতন-চুক্তি নিয়ে কর্তৃপক্ষ লাগাতার টালবাহানা করে চলেছে । উল্টে আরআইএনএল- অ্যালয় স্টিল প্ল্যান্ট-সালেম-ভদ্রাবতী সহ সেইলের বিভিন্ন জায়গায় বেসরকারীকরন,কোলকাতার থেকে আরএমডির দপ্তর সরানোর মাধ্যমে সেইলের পঃ বঙ্গের ৩টি কারখানার স্হায়ী সর্বনাশ ডেকে আনার মতো কাজে লিপ্ত কর্তৃপক্ষ । আলোচনার মাঝে কর্তৃপক্ষ একতরফা ভাবে কেন্দ্রিয় পেনশন প্রকল্পে যুক্ত করতে চেয়ে সার্কুলার জারি করেছে । কোভিড অতিমারীর মধ্যেও রেকর্ড পরিমান উৎপাদন করে চলেছে সেইল । কোভিডে আক্রান্ত হয়ে সেইলে ইতিমধ্যে প্রায় ৮৫০ স্হায়ী ও ঠিকা শ্রমিক মারা গেছেন । সরকারি কর্মচারীদের কোভিড অতিমারীতে মৃত্যু হলে পোষ্যের চাকরীর নির্দেশিকা জারি হলেও সেইল কর্তৃপক্ষ এই বিষয়ে নীরব ! তাই দুর্গাপুর সহ সারা ভারতে সেইলের সর্বত্র এবং আরআইএনএল শ্রমিকরা ঐক্যবদ্ধভাবে অভূতপূর্ব এই ধর্মঘটের মাধ্যমে কর্তৃপক্ষ কে অবিলম্বে নায্য দাবি মেনে নেওয়ার জন্য বার্তা  দিলেন । না হলে আগামীদিনে আরও বৃহত্তর লড়াই এর জন্য শ্রমিকরা প্রস্তুত । সাংবাদিক সম্মেলনের শেষে বিশ্বরূপ ব্যানার্জি আজকে দুর্গাপুরের সেইলের দুই ইস্পাত কারখানা দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টে সাম্প্রতিক কালের মধ্যে নজিরবিহীন ধর্মঘটের প্রসঙ্গে বলতে গিয়ে দুর্গাপুরের প্রতি সেইলের বঞ্চনার কথা তুলে ধরেন । তিনি বলেন যে এই মুহূর্তে দুর্গাপুর ইস্পাত কারখানা সেইলের মধ্যে সেরা লাভজনক কারখানা হলেও ,জাতীয় নিরাপত্তা সহ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অ্যালয় স্টিল প্ল্যান্টের এই দুই কারখানার আধুনিকীরন ও সম্প্রসারন,স্হায়ী শ্রমিক নিয়োগ,মেইন হাসপাতালের আধুনিকীরন ও সম্প্রসারন,স্কুল ব্যবস্হা ঢেলে সাজানো,জমি ও কোয়ার্টারের লিজ-লাইসেন্সিং সহ বিভিন্ন বিষয়ে সেইলের লাগাতার বঞ্চনার শিকার । স্বাধীন ভারতে চণ্ডীগড়ের পরেই দ্বিতীয় পরিকল্পিত শহর দুর্গাপুরের গর্ব ইস্পাতনগরীর আজ হতশ্রী অবস্হা । রাস্তাঘাট-জল ও নিকাশী ব্যবস্হা-বিদ্যুৎ এর বেহাল দশা। এই সব দাবিতে লাগাতার শ্রমিক আন্দোলন কে সেইল কর্তৃপক্ষ  উপেক্ষা করে চলেছে । আজকের নজিরবিহীন ধর্মঘটের মাধ্যমে দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের শ্রমিকরা এটাও বুঝিয়ে দিলেন যে মুল দাবির সাথে দুর্গাপুরের প্রতি সেইলের বঞ্চনার বিরুদ্ধেও তারা ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যেতে বদ্ধপরিকর ।





No comments:

Post a Comment