Sunday 27 February 2022

ইস্পাতনগরীতে ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশনের উদ্যোগে দু-দিন ব্যাপি ক্রীড়া ও অঙ্কন প্রতিযোগিতা হোল ।

 


দুর্গাপুর,২৭শে ফেব্রু: - ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশনের দুর্গাপুর ইস্পাত আঞ্চলিক কমিটির উদ্যোগে গতকাল ইস্পাতনগরীর ভারতী ভলিবল মাঠে অনুষ্ঠিত হয় ছাত্র-ছাত্রীদের বসে আঁকো প্রতিযোগীতা । মোট ৫০ জন এই প্রতিযোগীতায় অংশগ্রহন করেন । আজ সকালে কাশিরাম থেকে ভারতী ভলিবল মাঠ পর্যন্ত ৫ কিমি দৌড়ে অর্ধ শতাধিক প্রতিযোগী অংশগ্রহন করেন। প্রথম স্হান অধিকার করেন সঞ্জীব শর্ম্মা। পরে ভারতী ভলিবল মাঠে অনুষ্ঠিত সারা দিন ব্যাপি ক্রীড়া প্রতিযোগিতায় ১১০ জন অংশগ্রহন করেন। ডিওয়াইএফআই এর দুর্গাপুর ইস্পাত আঞ্চলিক কমিটির পক্ষে চঞ্চল মুখার্জি জানিয়েছেন যে ইস্পাতনগরীর ক্রীড়া ও সাংস্কৃতিক ঐতিহ্য বজায় রাখতে ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশনের উদ্যোগে এই প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় । উপস্হিত ছিলেন অসংখ্য ক্রীড়ামোদী,প্রাক্তন ক্রীড়াবিদ সহ বিশিষ্ট ক্রীড়া ব্যাক্তিত্ব সুখময় বোস,সুবীর সেনগুপ্ত,পঙ্কজ রায় সরকার প্রমুখ ।















No comments:

Post a Comment