Monday 21 February 2022

দুর্গাপুরে পালিত হোল ‘ রেড বুক ডে ‘ : দৈনন্দিন লড়াই সংগ্রামের সাথে বই কে হাতিয়ার করার আহ্বান ।

 


দুর্গাপুর,২১শে ফেব্রুঃ : ২০১৯ সাল থেকে সারা বিশ্বের সাথে দুর্গাপুরেও পালিত হচ্ছে ‘ রেড বুক ডে ‘ । ১৮৪৮ সালের ২১ ফেব্রুঃ প্রকাশিত হয় কার্ল মার্কস ও ফ্রেডরিখ এঙ্গেলস এর যৌথ রচনা বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে দুনিয়া কাঁপানো ‘ কমিউনিস্ট ইস্তাহার ‘ । ঐ দিনের স্মরনে পালিত হচ্ছে ‘ রেড বুক ডে’।আজ পার্টির উদ্যোগে ইস্পাতনগরীর চিত্তব্রত মজুমদার ভবনে এই উপলক্ষে আয়োজিত হয় এক আলোচনা সভা । আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে পার্টির পশ্চিম বর্ধমান জেলা কমিটির সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জি বলেন যে মার্কসবাদ হঠাৎ করে জন্ম নেয় নি । মার্কসবাদী হয়ে উঠতে কার্ল মার্কস ও ফ্রেডরিখ এঙ্গেলস এর সময় লেগেছিল । পূর্ববর্তী দার্শনিক ও বৈজ্ঞানিক রচনবলী গভীর ভাবে পঠন-পাঠন ও অনুধাবন করে শ্রমজীবি মানুষের মুক্তির নিশান ‘ কমিউনিস্ট ইস্তাহার ‘ তারা রচনা করেছিলেন । এই ইস্তাহারের মৌলিক নির্যাস আজও বিশ্ব পুঁজিবাদ-সম্রাজ্যবাদ-ফিনান্স ক্যাপিটালের ভয়াবহ আক্রমনের বিরুদ্ধে মতাদর্শ ও সংগ্রামগত ভাবে মেহনতি জনতার পাশে সমানভাবে জাগ্রত আছে । তিনি এই মতাদর্শগত দক্ষতা অর্জনের জন্য মার্কসীয় ও প্রগতিশীল সাহিত্য পঠন-পাঠন ও অনুধাবন করর পাশাপাশি,অর্জিত জ্ঞান প্রয়োগ করে সংগঠন মজবুত ও বিস্তার করার আহ্বান জানান । এছাড়াও বক্তব্য রাখেন পঙ্কজ রায় সরকার ও বিপ্রেন্দু চক্রবর্তী । সভাপতিত্ব করেন সন্তোষ দেবরয় । সভার পক্ষ থেকে পঙ্কজ রায় সরকার আগামী ২৮-২৯ শে মার্চ মোদি সরকারের ভয়াবহ জনবিরোধী দেশ বেচার নীতির বিরুদ্ধে দু-দিন ব্যাপি ভারত-বনধ কে সর্বাত্মক করার আহ্বান জানান । এদিকে ‘ রেড বুক ডে’ উপলক্ষে ‘এ লগন বই পড়িবার’ আহবান জানিয়ে পার্টির উদ্যোগে ‘’ইস্তাহার’’ নামের  দুটি ভ্রাম্যমান বই-বিক্রয়ের কেন্দ্রের উদ্বোধন করা হয় । পার্টির পক্ষ থেকে পঙ্কজ রায় সরকার জানিয়েছেন যে আগামী ২৫শে ফেব্রুঃ ইস্পাতনগরী,বিধান নগর,সগরভাঙ্গা,দুর্গাপুর স্টেশন সহ ৪৫টি জায়গায় এই দুটি ভ্রাম্যমান বই-বিক্রয়ের কেন্দ্র ঘুরবে । ১৯টি প্রকাশনা সংস্হার বই এই দুই ভ্রাম্যমান বই-বিক্রয়ের কেন্দ্রে আছে । সুচনার প্রথম দিনে ট্র্যাঙ্ক রোড রোটরি ও দুর্গাপুর স্টেশনে মানুষের ভালো সাড়া মিলেছে বলে তিনি জানিয়েছেন।






























No comments:

Post a Comment