Monday 28 February 2022

আনিস-হত্যাকাণ্ডের প্রতিবাদে ও সঠিক বিচারের দাবিতে ইস্পাতনগরীর পথে নামলেন সাংস্কৃতিক কর্মীরা।

 


দুর্গাপুর,২৮শে ফেব্রু: - হাওড়ার আমতায় ছাত্র নেতা আনিস খানের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে আবার উত্তাল হোল ইস্পাতনগরী। এবার ইস্পাতনগরীর পথে নামলেন সাংস্কৃতিক কর্মীরা। আনিস-হত্যাকাণ্ডের প্রতিবাদে ও সঠিক বিচারের দাবিতে আজ বিকালে ইস্পাতনগরীর এ-জোন এর নেতাজী ভবন থেকে বিভিন্ন সাংস্কৃতিক সংস্হার সম্মিলিত পদযাত্রা শুরু হয় । ইস্পাতনগরীর এ-জোন ও বি-জোনের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে নিউটন মোড়ে পদযাত্রা শেষ হয়। মিছিলে ছিলেন দিপক দেব,সলিল দাসগুপ্ত,স্বপন মজুমদার,সীমান্ত তরফদার সহ বিশিষ্ট শিল্পী-সাহিত্যিক-বুদ্ধিজীবিরা।পরে ,নিউটন ফাঁড়িতে স্মারক লিপি জমা দেওয়া হয় ।

 এদিকে আজ দুপুরে,পার্টির ডাকে শহীদ বিমল দাসগুপ্ত ভবন থেকে বিশাল মিছিল বেরিয়ে মহকুমা শাসকের দপ্তরে গিয়ে গতকাল রাজ্যে ১০৮ টি পৌরসভার নির্বাচনে পুলিশের সহযোগিতায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নিরঙ্কুস ভোট লুঠের অভিযোগে তুমুল বিক্ষোভ দেখায়।


































No comments:

Post a Comment