Thursday 17 February 2022

ইস্পাতনগরীতে পালিত হোল বৈজ্ঞানিক জিওর্দানো ব্রুনোর শহীদ দিবস ।

 


দুর্গাপুর,১৭ই ফেব্রুঃ : আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর বি-জোনে পঃ বঙ্গ বিজ্ঞান মঞ্চের দুর্গাপুর ইস্পাত বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে পালিত হোল বৈজ্ঞানিক জিওর্দানো ব্রুনোর শহীদ দিবস । ধর্ম ও ঈশ্বর বিরোধীতার অভিযোগে ১৫৯২ সালে ব্রুনোকে গ্রেপ্তার করা হয়। ৪২২ বছর আগের এই দিনে ইতালির বিজ্ঞানী জিওর্দানো ব্রুনোকে  (১৫৪৮ - ১৭ ফেব্রুয়ারি ১৬০০) হত্যা করা হয়।

সংগঠনের পতকা উত্তোলন,বৈজ্ঞানিক জিওর্দানো ব্রুনোর প্রতিকৃতিতে মাল্যদান ও শহীদ স্মরণে নীরবতা পালন করে আজকে,অনুষ্ঠানের সূচনা হয়। পতকা উত্তোলন করেন পঃ বঙ্গ বিজ্ঞান মঞ্চের পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য অরুন কিরন চ্যাটার্জী। বক্তব্য রাখেন অরুন কিরন চ্যাটার্জী ও প্রদ্যুত মুখার্জি।













No comments:

Post a Comment