Tuesday 22 February 2022

সিআইটিইউ এর চাপে দুর্গাপুর ইস্পাত কারখানায় নিহত ঠিকা শ্রমিকদের পোষ্যের চাকরীর : ২০ বছর পরে আবার আধুনিকিকরন-সম্প্রসারনের সম্ভাবনা।

 


দুর্গাপুর,২২শে ফেব্রুঃ : গত ১৮ই ফেব্রুঃ, দুর্গাপুর ইস্পাত কারখানায় ভয়াবহ গ্যাস-বিষক্রিয়ার দুর্ঘটনায় নিহত ৩ ঠিকা শ্রমিকের পোষ্যদের ৭ দিনের মধ্যে স্হায়ী চাকুরীর দাবি মানতে বাধ্য হল কারখানার কর্তৃপক্ষ। আজ সকালে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনয়ন ( সিআইটিইউ ) এর ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানার ইডি ( ওয়ার্কস ) এর দপ্তরের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে এক প্রতিনিধি দল দাবি-সম্বলিত স্মারক লিপি জমা দিতে গেলে,কর্তৃপক্ষের পক্ষ থেকে এই কথা জানানো হয় বলে ইউনিয়নের পক্ষ থেকে বিশ্বরূপ ব্যানার্জি জানান ।বিগত বেশ কয়েক বছর ধরে, সিআইটিইউ এর পক্ষ থেকে দুর্গাপুর ইস্পাত কারখানায় সুরক্ষা-নিরাপত্তার যথাযথ করার দাবিতে ,লাগাতার আন্দোলন করছে । গত  ১৮ই ফেব্রুঃ দুর্ঘটনার পরেই সিআইটিইউ এর পক্ষ থেকে বৃহৎ সমাবেশ করে কর্তৃপক্ষ কে অবিলম্বে নিহত ৩ ঠিকা শ্রমিকের পোষ্যদের স্হায়ী চাকুরী সহ দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্হা ও সুরক্ষা-নিরাপত্তার যথাযথ করার দাবি গুলি অবিলম্বে মানার জন্য হুঁশিয়ারী দেওয়া হয় । সমাবেশে আরও যে দাবি গুলি করা হয়েছিল,সেই বিষয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনার ফলাফল বিস্তারিত ভাবে তুলে ধরেন বিশ্বরূপ ব্যানার্জি । তিনি জানান যে ঐ ঘটনার দিনে দায়িত্ব প্রাপ্ত দুই আধিকারিক কে সাসপেন্ড করা হয়েছে । এছাড়াও আগেই দুর্ঘটনায় নিহত ৩ জন স্হায়ী শ্রমিক ও ১জন আধিকরিকের পোষ্যদের স্হায়ী চাকুরীর বিষয় বিবেচনা করবে বলে কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে, সিআইটিইউ এর দীর্ঘদিনের দাবি মেনে বিভাগীয় সেফটি কমিটির সাথে আগামী মার্চ মাস থেকে বৈঠক চালু করার জন্য কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিয়েছে । ১৮ই ফেব্রুঃ দুর্ঘটনার তদন্ত রিপোর্ট প্রকাশ করবে বলে কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিয়েছে। তবে তদন্ত কমিটিতে শ্রমিক প্রতিনিধি রাখার বিষয়টি বিবেচনাধীন বলে কর্তৃপক্ষ জানিয়েছে । এছাড়াও সমগ্র কারখানায় সুরক্ষা-নিরাপত্তার বিষয়ে নিরাপত্তাহীনতার মনন প্রসঙ্গে যথাযথ সমীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহনের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। সিআইটিইউ এর পক্ষ থেকে আবারও ঐ দিনের কারখানার দুর্ঘটনাগ্রস্হ শ্রমিকদের উদ্ধারে গরিমসি ও অক্সিজেন সরবরাহের ব্যবস্হা না রাখার জন্য দোষীদের এবং ঐ কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারের( এর আগেও ডিএসপি ও ইস্কো কারখানায় অনুরূপ দুর্ঘটনায় দায়ী ) কঠোর শাস্তির দাবি জানায় । এছাড়াও সিআইটিইউ এর পক্ষ থেকে সমীক্ষায় এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে । সমীক্ষায় জানা গেছে যে সম্পূর্ন নিয়ম বহির্ভূতভাবে এক শ্রেনীর আধিকারিক – ঠিকাদারের যোগসাজসে ঠিকা শ্রমিকদের লাগাতার পরপর শিফটে কাজ করতে বাধ্য করেছে । এক্ষেত্রেও দোষীদের খুঁজে কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে । বিশ্বরূপ ব্যানার্জি আরও বলেন যে সিআইটিইউ এর লাগাতার আন্দোলনের ফলে সেইল দুর্গাপুর ইস্পাত কারখানায় ২০ বছর পরে আবার আধুনিকিকরন-সম্প্রসারনের জন্য বিনিয়োগ করতে চলেছে । এই মুহূর্তে দুর্গাপুর ইস্পাত কারখানায় সর্বোচ্চ উৎপাদন ও মুনাফা হচ্ছে । এই সময়ে দুর্গাপুর ইস্পাত কারখানায় ‘ব্লাড-লেস’ ইস্পাত তৈরির জন্য কর্তৃপক্ষ কে সমস্ত ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করতেই হবে । এছাড়াও আজকের সমাবেশে বক্তব্য রাখেন মৃত্যুঞ্জয় ঝা,দেবাশিষ পাল ও পার্থ মুখার্জি ।






No comments:

Post a Comment