Saturday 12 February 2022

২০১৭ এর স্মৃতি ফিরল : আসানসোল পৌর নির্বাচনে তৃণমূলের ভয়াবহ সন্ত্রাস – অবাধ ভোট লুঠের বিরুদ্ধে প্রতিবাদে দুর্গাপুর শিল্পনগরীতে অবরুদ্ধ জাতীয় সড়ক ।

 


দুর্গাপুর,১২ই ফেব্রুঃ : ১৩ই আগস্ট,২০১৭,ছিল দুর্গাপুর পৌর নিগমের নির্বাচনের দিন । প্রায় ২০,০০০ বহিরাগত সশত্র গুন্ডা-মাফিয়া দিয়ে ঐ নির্বাচনে দুর্গাপুরের  মানুষের ভোটাধীকার কেড়ে নিয়ে দুর্গাপুর পৌর নিগমের দখল নেয় শাসক তৃণমূল দল । আজ সারা দিন ধরে কয়লা-শিল্পাঞ্চলে রানীগঞ্জ থেকে বরাকর পর্যন্ত বিস্তৃত আসানসোল পৌর নির্বাচনে তৃণমূলের ভয়াবহ সন্ত্রাস – অবাধ ভোট লুঠের সাক্ষী থাকল এই নির্বাচনের ভোটাররা । চলল গুলি,পড়ল বোমা । তৃণমূলের দুষ্কৃতিদের চালানো গুলি লক্ষ্যভ্রস্ট হওয়ায় অল্পের জন্য প্রানে বাঁচলেন ১২ নং ওয়ার্ডের ( জামুরিয়া ) সিপিআইএম প্রার্থী দয়ারম বাউরি । সকাল থেকে তৃণমূলের দুষ্কৃতিদের এই ভোট লুঠের খবর পৌঁছাতেই উতপ্ত হয়ে ওঠে দুর্গাপুর । সিপিআইএম এর ডাকে শ’য়ে শ’য়ে মানুষ গান্ধী মোড় থেকে মিছিল করে ২ নং জাতীয় সড়ক ( জিটি রোড ) অবরোধ করেন । পুলিশের হুমকি-চোখ রাঙ্গানি কে উপেক্ষা করে দীর্ঘক্ষন অবরোধ করে অবিলম্বে আসানসোল পৌর নির্বাচনে তৃণমূলের ভয়াবহ সন্ত্রাস – ভোট লুঠ বন্ধের দাবি জানাতে থাকেন অবরোধকারীরা । পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে আসানসোল পৌর নির্বাচনে বাকি সময়ে অবাধ ভোটের আশ্বাস দেওয়া হলে অবরোধ উঠে যায় । উপস্হিত ছিলেন পঙ্কজ রায় সরকার,বীরেশ্বর মন্ডল,সুবীর সেনগুপ্ত,বিশ্বরূপ ব্যানার্জি,শ্যামা ঘোষ, দুর্গাপুর ( পূর্ব )-এর পূর্বতন সিপিআইএম বিধায়ক সন্তোষ দেবরায় প্রমুখ।
















































































































No comments:

Post a Comment