Wednesday 25 May 2022

সেইল-আরআইএনএল এর বেতন-চুক্তি নিয়ে দীর্ঘসূত্রতায় ইস্পাত শ্রমিকদের ক্ষোভ চরমে : সিআইটিইউ এর ডাকে দুর্গাপুরে শ্রমিক সমাবেশ।

 


দুর্গাপুর,২৫শে মে : রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদনকারী সংস্হা সেইল-আরআইএনএল এর বেতন-চুক্তি নিয়ে দীর্ঘসূত্রতায় ইস্পাত শ্রমিকদের ক্ষোভ চরমে উঠেছে । ইস্পাত শ্রমিকদের ২০১৭ সাল থেকে বেতন-চুক্তি বকেয়া রয়েছে । সিআইটিইউ এর নেতৃত্বে দীর্ঘ লড়াই এর পরে ২০১৯ সাল থেকে বেতন-চুক্তির আলোচনা শুরু হলেও কেন্দ্রের ইস্পাত মন্ত্রকের অধীনস্ত সেইল-আরআইএনএল এর বেতন-চুক্তি এখন অসমাপ্ত। ইতিমধ্যে ২০২১ সালে সাক্ষরিত ১০-বছর মেয়াদী অনায্য বেতন-চুক্তি সংক্রান্ত শ্রমিক-বিরোধী কালা “মউ-চুক্তি”-র বিরুদ্ধে সিআইটিইউ এর নেতৃত্বে শ্রমিকরা দল-মত নির্বিশেষ আন্দোলনে সামিল হয়েছেন। এই মউ-চু্ক্তি স্হায়ী ও ঠিকা শ্রমিকদের কেবল চরম বঞ্চনার দিকে ঠেলে দিচ্ছে শুধু তাই নয়,এই চুক্তি শ্রমিকদের প্রতি চরম অবজ্ঞা,অমর্যাদা ও অমানবিকতর নিদর্শন । এই চুক্তিতে তরুন স্হায়ী শ্রমিকদেরও চরম বঞ্চনা করা হয়েছে । অথচ কোভিড অতিমারীর মধ্যে স্হায়ী ও ঠিকা শ্রমিকরা একযোগে কাজ করে সেইলের উৎপাদন সুউচ্চ পর্যায় পৌঁছে দিয়ে রেকর্ড পরিমানে সর্বকালীন সেরা মুনাফা অর্জন করতে সহয়তা করেছেন । ২০২১-২২ আর্থিক বছরের প্রথম ছয় মাসে সেইলের নিট মুনাফা প্রায় ৯০০০ হাজার কোটি টাকা ছুঁয়েছে। এর ফলে সেইল “মহা-রত্ন” রাষ্ট্রায়ত্ব সংস্হার মধ্যে তৃতীয় স্হান অধিকার করেছেন । অফিসারদের বেতন ও এরিয়ার পাল্লা দিয়ে ব্যাপক বৃদ্ধি হলেও,শ্রমিকদের ছিঁটেফোঁটাও জোটে নি । ঠিকা শ্রমিকদের বেতন-চু্ক্তির বাইরে রাখা হয়েছে । সুপ্রীম কোর্টের “ সম কাজে-সম বেতন “ নির্দেশ কে বুড়ো আঙ্গুল দেখিয়ে সেইল ও আরআইএনএল-এর কর্তৃপক্ষ ঠিকা শ্রমিকদের ঠিকাদারদের তীব্র শোষনের মুখে ঠেলে দিয়েছে । অথচ স্হায়ী শ্রমিকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে উৎপাদন করে ঠিকা শ্রমিকরা সেইল-আরআইএনএল এর রেকর্ড উৎপাদন,অতি মুনাফা করার জন্য কাজ করে চলেছেন । তাদের বেতন-চুক্তিতে অন্তর্ভূক্তিকরন,স্হায়ীকরন,ভিডিএ,পিএফ-ইএসআই এর বাধ্যতমূলক অন্তর্ভূক্তি সহ অন্যান্য দাবি কে নস্যাৎ করে দেওয়ার চেষ্টা করছে সেইল-আরআইএনএল এর কর্তৃপক্ষ । দুর্গাপুর ইস্পাতে রাজনৈতিক কারনে ৪০০০ হাজার উচ্ছেদ ঠিকা শ্রমিক ও স্ল্যাগ ব্যাঙ্ক ও অন্যান্য বিভাগের ছাঁটাই ঠিকা শ্রমিকদের পূনর্বহাল নিয়েও চলছে লাগাতার টালবাহানা । মোদি সরকার সিদ্ধান্ত নিয়েছিল রাষ্টায়ত্ব ইস্পাত উৎপাদনকারি সংস্হা সেইলের বিশেষ ধরনের ইস্পাত প্রস্তুতকারি কারখানা দুর্গাপুরের অ্যালয় স্টিল প্ল্যান্ট,সালেম স্টিল প্ল্যান্ট ও ভদ্রাবতি স্টিল প্ল্যান্টের ‘স্ট্র্যাটেজিক ডিসইনভেস্টমেন্ট’ এর পোষাকি নামের আড়ালে বেসরকারি মালিকের হাতে তুলে দেওয়া হবে । একই সাথে দুই সহযোগী সংস্হা যথাক্রমে কারখানার বিদ্যুৎ সরবরাহকারী সংস্হা এনএসপিসিএল ও ফেরো স্ক্র্যাপ নিগম লিমিটেড এর শেয়ার বিক্রির জন্য মোদি সরকারের প্রয়াস শুরু করেছে ।

আজ দুপুরে দুর্গাপুর ইস্পাত কারখানার সিইও দফতরের সামনে দুর্গাপুর ইস্পাত ও অ্যালয় স্টিল প্ল্যান্টের সিআইটিইউ-ভুক্ত হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ও ঠিকা শ্রমিকদের সংগঠন ইউ.সি.ডব্লু.ইউ – এ.এস.পি.সি.ই.ইউ-টি.সি.ই.ইউ এর যৌথ আহ্বানে এক সমাবেশে বক্তারা ঠিকা শ্রমিকদের বেতন-চুক্তিতে অন্তর্ভূক্তিকরন,স্হায়ীকরন,ভিডিএ,পিএফ-ইএসআই এর বাধ্যতমূলক অন্তর্ভূক্তি সহ অবিলম্বে বেতন-চুক্তি সম্পূর্ন ,সমস্ত ধরনের বেসরকারীকরনের প্রয়াস বাতিল সহ অন্যান্য দাবিতে সোচ্চার হয়ে বৃহত্তর শ্রমিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। একই সাথে আগামী কাল দিল্লিতে অনুষ্ঠিত বেতন-চুক্তির আলোচনায় ঠিকা শ্রমিকদের বেতন-চুক্তিতে অন্তর্ভূক্তিকরন সহ অন্যান্য দাবির সম্পূর্ন ফয়সালর দাবি জানান হয় । বক্তব্য রাখেন সন্তোষ দেবরায়,বিশ্বরূপ ব্যানার্জী,ললিত মিশ্র,বিজয় সাহা,নিমাই ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ ।





No comments:

Post a Comment