Thursday 5 May 2022

ইস্পাতনগরীতে পালিত হোল শ্রমজীবি মানুষের বন্ধু মহান দার্শনিক ও বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রবক্তা কার্ল মার্কস এর ২০৫-তম জন্মদিবস ।

 


দুর্গাপুর,৫ই মার্চ : আজ শ্রমজীবি মানুষের বন্ধু মহান দার্শনিক ও বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রবক্তা কার্ল মার্কস এর ২০৫-তম জন্মদিবস । এই উপলক্ষে সকালে শহীদ আশিস-জব্বার ভবনে কার্ল মার্কস এর প্রতিকৃতিতে মাল্যদান করে তাঁর প্রতি বৈপ্লবিক শ্রদ্ধা জানান সন্তোষ দেবরায়,দিপক ঘোষ,অজিত মন্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ । সন্ধ্যায় চিত্তব্রত মজুমদার ভবনে, ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত ১ এরিয়া কমিটির এর পক্ষ থেকে,’মার্কসবাদের আলোকে আজকের দিনে শ্রেনী সংগ্রামের বৈশিষ্ট সমূহ’-শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন পার্থ মুখার্জি ও পঙ্কজ রায় সরকার। সভাপতিত্ব করেন সন্দীপ পাল । সভার প্রারম্ভে গণসঙ্গীত পরিবেশন করে “মুক্তমঞ্জরী”-র শিল্পীবৃন্দ এবং নাটক “ হুঁশিয়ার “ মঞ্চস্হ করে লহরী শিল্পীগোষ্ঠী।  























No comments:

Post a Comment