Thursday 26 May 2022

ইস্পাতনগরীতে অনুষ্ঠিত হোল রাজা রামমোহন রায়ের ২৫০-তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ।

 


দুর্গাপুর,২৬শে মে: আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর বি.টি.রণদিভে ভবনে,পঃ বঙ্গ গনতান্ত্রিক লেখক শিল্পী সংঘের দুর্গাপুর ইস্পাত আঞ্চলিক কমিটি ও হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর যৌথ ব্যবস্হাপনায় অনুষ্ঠিত হোল রাজা রামমোহন রায়ের ২৫০-তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর জীবন ও কাজ এবং বর্তমান সময়ে তার প্রাসঙ্গিকতা বিষয়ক আলোচনা সভা । আলোচক ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক শুভাশীষ মুখোপাধ্যায় ও বাঁকুড়ার পাঁচমুড়া কলেজের অধ্যাপিকা সুগন্ধা রায় । আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২২-তম জন্মদিবস । রাজা রামমোহন রায় ও কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদান করে সভার কাজ শুরু হয় । উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন ভারতীয় গণনাট্য সঙ্ঘের দুর্গাপুর ইস্পাত শাখা । স্বাগত ভাষন দেন পঃ বঙ্গ গনতান্ত্রিক লেখক শিল্পী সংঘের দুর্গাপুর ইস্পাত আঞ্চলিক কমিটির সভাপতি কানাই বিশ্বাস ।

No comments:

Post a Comment