Saturday 21 May 2022

ভাতা বৃদ্ধি নয়,বাড়াতে হবে ঠিকা শ্রমিকদের মূল বেতন : সিআইটিউ ।

 


দুর্গাপুর,২১শে মে : দ্রুত গতিতে বাড়ছে কেন্দ্রিয় রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদক সংস্হা সেইল ও আরআইএনএল-এ বর্তমানে কর্মরত শ্রমিকদের মধ্যে ঠিকা শ্রমিকদের সংখ্যা । সেইল ও আরআইএনএল-এ বর্তমানে প্রায় ৮০,০০০ হাজার ঠিকা শ্রমিক কর্মরত আছেন । করোনা অতিমারীর মধ্যেও ইস্পাত শ্রমিকদের অসাধারন কর্মপ্রচেষ্টার ফলে সেইল অতি মুনাফা করে চলেছে। এই কর্মপ্রচেষ্টার মধ্যে সেইল ও আরআইএনএল-এ বর্তমানে কর্মরত ঠিকা শ্রমিকদের অসামান্য ভুমিকা কে নূন্যতম স্বীকৃতি দিতে চাইছে না মোদি সরকারের ইস্পাত মন্ত্রকের অধীনস্ত সেইল ও আরআইএনএল-এর কর্তৃপক্ষ । ইতিমধ্যে সেইল ও আরআইএনএল-এর বেতন-চুক্তির জন্য যে কালা মউ-চুক্তি করা হয়েছে,সিআইটিইউ সেই চুক্তি কে শ্রমিক-বিরোধী আখ্যা দিয়ে সই করে নি । এই চুক্তিতে স্হায়ী শ্রমিকদের চুড়ান্ত বঞ্চনা করা হয়েছে । অন্যদিকে এই চুক্তিতে ঠিকা শ্রমিকদের সম্পূর্ণ ভাবে বাইরে রেখে কর্তৃপক্ষ তাদের প্রতি চুড়ান্ত অসম্মান প্রদর্শন করছে বলে অভিযোগ জানিয়েছে সিআইটিইউ। এর প্রতিবাদে সেইল ও আরআইএনএল-এ সিআইটিইউ এর নেতৃত্বে ঠিকা শ্রমিকদের জোড়ালো আন্দোলন চলছে । আজ সন্ধ্যায়,ইস্পাতনগরীর চিত্তব্রত মজুমদার ভবনে, দুর্গাপুর ইস্পাত ও অ্যালয় স্টিল প্ল্যান্টের সি.আই.টি.ইউ ভূক্ত ঠিকা শ্রমিকদের সংগঠন ইউ.সি.ডব্লু.ইউ – এ.এস.পি.সি.ই.ইউ-টি.সি.ই.ইউ এর যৌথ আহ্বানে অনুষ্ঠিত ইস্পাত ঠিকা শ্রমিক কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে  বক্তারা শ্রমিক-বিরোধী কালা “মউ-চুক্তি” বাতিল করে, ঠিকা শ্রমিকদের বেতন-চু্ক্তিতে অন্তর্ভু্ক্তি, ভাতা বৃদ্ধি নয়,বাড়াতে হবে ঠিকা শ্রমিকদের মূল বেতন,সম কাজে সম বেতনের দাবিতে জোরদার আন্দোলন গড়ে তোলার ওপরে গুরুত্ব আরোপ করেন । আগামী ২৫শে মে সেইল ও আরআইএনএল-এর সর্বত্র ঠিকা শ্রমিকদের নায্য বেতন-চু্ক্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শনের ডাক দেওয়া হয়েছে । ঐ দিনে দুর্গাপুর ইস্পাত ও অ্যালয় স্টিল প্ল্যান্টের ঠিকা শ্রমিকদের ব্যপক সংখ্যায় বিক্ষোভে সামিল হওয়ার জন্য কনভেনশন থেকে আহ্বান জাননো হয় । অন্যদিকে,আজ সকালে  দুর্গাপুর ইস্পাত কারখানার সিইও দফতরে সামনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ )-এর ডাকে দলে দলে ইস্পাত শ্রমিক জড়ো হয়ে রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদনকারী সংস্হা সেইল-আরআইএনএল অবিলম্বে কালা মউ-চুক্তির বাতিল করে স্হায়ী ও ঠিকা শ্রমিকদের ন্যায্য ও সম্মানজনক পাঁচ বছর মেয়াদি পুর্নাঙ্গ বেতন-চুক্তির দাবিতে বিক্ষোভ জানান । সমাবেশ চলাকালীন ইউনিয়নের এক প্রতিনিধি দলের পক্ষ থেকে সিইও এর কাছে এই বিষয়ে দাবি-সম্বলিত স্মারক-লিপি জমা দেওয়া হয় ।




















No comments:

Post a Comment