Thursday 26 May 2022

দুর্গাপুর ইস্পাত কারখানায় ফেরো স্ক্র্যাপ নিগম লিমিটেড ( এফএসএনএল ) কে বেসরকারীকরনের প্রয়াসের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ।

 


দুর্গাপুর,২৬শে মে : কেন্দ্রের মোদি সরকার কি ঘুরপথে রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদনকারী ‘নবরত্ন’ সংস্হা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড ( সেইল ) এর বিলগ্নীকরন/বেসরকারীকরনের দিকে এগোচ্ছে ?তীব্র শ্রমিক আন্দোলনের চাপে পরে সেইল এর অ্যালয় স্টিল,সালেম,ভদ্রাবতী স্টিল প্ল্যান্ট ও ভাইজাগ আরআইএনএল স্টিল প্ল্যান্ট এর বেসরকারীকরন এখনো মোদি সরকার করে উঠতে পারে নি ।এই অবস্হায় সেইল এর অবিচ্ছেদ্য অঙ্গ বিদ্যুৎ সরবরাহকারী সংস্হা এনএসপিসিএল ও ফেরো স্ক্র্যাপ নিগম লিমিটেড এর যথাক্রমে শেয়ার বিক্রি ও বেসরকারীকরনের জন্য মোদি সরকার প্রয়াস শুরু করেছে । এর বিরুদ্ধে সিআইটিইউ সহ কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন গুলির যৌথ মঞ্চ আজ  ফেরো স্ক্র্যাপ নিগম লিমিটেড ( এফএসএনএল ) বেসরকারীকরনের জন্য মোদি সরকার প্রয়াস অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়ে দুর্গাপুর ইস্পাত কারখানায় ফেরো স্ক্র্যাপ নিগম লিমিটেড ( এফএসএনএল ) এর অফিসে বিক্ষোভ সমাবেশ করে। বিক্ষোভ সমাবেশের আগে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকরা কারখানার ভেতরে এক বাইক মিছিল করে অবিলম্বে বেসরকারীকরনের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান এবং মূল সমাবেশে যোগদান করেন । আজকের বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জি,হারাধন শাহি,সীমান্ত চ্যাটার্জি (সিআইটিইউ ),বিশ্বজিত বিশ্বাস (আইএনটিইউসি),অনিত মল্লিক(টিউসিসি),তরুন দাস(এআইটিইউসি),সৌরভ দাস অধিকারী(এইচএমএস) প্রমুখ। বিক্ষোভ সমাবেশ চলাকালীন ফেরো স্ক্র্যাপ নিগম লিমিটেড ( এফএসএনএল ) এর কর্তৃপক্ষের কাছে অবিলম্বে বেসরকারীকরনের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন গুলির যৌথ প্রতিনিধি দল স্মারক লিপি জমা দেয় ।












No comments:

Post a Comment