Friday 6 May 2022

ইস্পাতনগরীতে নগর পরিষেবা-প্রশাসনের অব্যবস্হার বিরুদ্ধে ও জমি-কোয়ার্টারের লিজ-লাইসেন্সিং এর দাবিতে বিশাল সমাবেশ ।

 


দুর্গাপুর,৬ই মে :আজ সকালে, হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর আহ্বানে দুর্গাপুর ইস্পাত কারখানার নগর-প্রশাসনিক দফ্তর টি.এ.বিল্ডিং-এ এক বিশাল বিক্ষোভ সমাবেশ হয়। ইস্পাতনগরীতে নগর পরিষেবা-প্রশাসনের অব্যবস্হা দুর করা ও জমি-কোয়ার্টারের লিজ-লাইসেন্সিং এর দাবি নিয়ে  দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে টালবাহানা করছে বলে ইউনিয়ন এর পক্ষ থেকে অভিযোগ করে আজকের সমাবেশের ডাক দেয় । ইতিমধ্যে হাইকোর্টে বিচারাধীন মামলা কে অগ্রাহ্য করে লাইসেন্সিং কোয়ার্টারের এক বড় অংশের বাসিন্দাদের উচ্ছেদের জন্য কর্তৃপক্ষ একতরফা নোটিশ ধরিয়েছে । এই বাসিন্দারা দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্ট এর কর্মরত অথবা অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী ও তাদের পরিবার বর্গ । ইস্পাতনগরীর উদ্বৃত্ব জমি ও কোয়ার্টারের একটা বড় অংশ বেআইনি দখলদারদের হাতে চলে গেছে। কিছু পরিমান জমি-কোয়ার্টারে লিজিং-লাইসেন্সিং হলেও অধিকাংশ শ্রমিক-কর্মচারী ও অবসরপ্রাপ্তরা বঞ্চিত রয়ে গেছেন । অন্যদিকে এন.জে.সি.এস-এর চুক্তিভঙ্গ করে কর্তৃপক্ষ একতরফা ভাবে বিদ্যুৎ-মাশুল বৃদ্ধি করেছে,এমন কি জলের ওপর মাশুল চাপিয়েছে । বেআইনি দখলদাররা যথেচ্ছভাবে ও বেআইনীভাবে জল-বিদ্যুৎ এর অবাধ ব্যবহার করছে। কিন্তু কর্তৃপক্ষ নিশ্চুপ থেকে পরোক্ষে মদদ জোগাচ্ছে বলে সমাবেশে বক্তারা অভিযোগ করেন ।  অবিলম্বে লাইসেন্সিং হোল্ডারদের দেওয়া একতরফা নোটিশ প্রত্যাহার,এডিডিএ এর থেকে ৬৮টি প্রাপ্য প্লট আদায় ও বিতরন, জমি-কোয়ার্টারের লিজ-লাইসেন্সিং দুর্গাপুর ইস্পাত কারখানার বেহাত জমি উদ্ধার, ইস্পাতনগরীর বেআইনি নির্মান ও খাটাল বন্ধ,পরে থাকা স্কুল বিল্ডিং ও অন্যান্য বিল্ডিং এর লিজ-লাইসেন্সে এবং কুমারমঙ্গলম পার্ক-চিত্রালয় সিনেমার অচলাবস্হা কাটানোর দাবি জানানো হয় । নিয়মিত বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখার জন্য প্রয়োজনীয় সংখ্যক দক্ষ শ্রমিক নিয়োগ ও প্রয়োজনীয় আধুনিকীকরন,যন্ত্রাংশ, বিদ্যুৎ সরবরাহকারি তারের রক্ষনাবেক্ষন ও গাছের ডাল ছাঁটাই,রোড ও স্ট্রিট লাইট অবিলম্বে লাগানো,নিয়মিত মিটার রিডিং ও বেআইনি বিদ্যুৎ সংযোগ বন্ধ করার দাবি জানানো হয়। দুই বেলায় নিয়মিত জল সরবরাহের জন্য সরাসরি দামোদর নদ থেকে ২৭ ইঞ্চি পাইপের মাধ্যমে আধুনিক জল ট্যাঙ্ক ব্যবহার,বর্ষা আসার আগেই কোয়ার্টার,হোস্টেল ও রাস্তাঘাটের মেরামতি সম্পূর্ন করার দাবি জানান বক্তারা। এর সাথে সাথে দুর্গাপুর ইস্পাত কারখানার জনস্বাস্হ্য দফ্তর এর দক্ষতা বৃদ্ধি করে ইস্পাতনগরীতে রোগ প্রতিরোধ ও মশা-মাছি- সাপের উপদ্রব বন্ধ করার জন্য  দাবি জানানো হয় । এছাড়া চিকিৎসা পরিষেবার সম্পূর্ন আধুনিকীকরন সহ অবিলম্বে ডাক্তার-নার্স-চিকিৎসা কর্মী নিয়োগ ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম-পরিকাঠামো উন্নয়নের জন্য দাবি জানান বক্তারা। বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জি,ললিত মিশ্র,প্রদ্যুত মুখার্জি প্রমুখ । এছাড়া লাইসেন্সিং হোল্ডারদের পক্ষে বক্তব্য রাখেন সুদীপ্ত নাগ । সমাবেশ চলাকালীন ইউনিয়নের এক প্রতিনিধিদল কর্তৃপক্ষের কাছে দাবি-সম্বলিত স্মারকলিপি জমা দিয়ে অবিলম্বে ফয়সলার জন্য জোড়ালো দাবি জানান ।






















No comments:

Post a Comment