Wednesday 4 May 2022

এলআইসিআই সহ সমস্ত রাষ্ট্রায়ত্ব সংস্হার শেয়ার বিক্রি-বেসরকারীকরনের বিরুদ্ধে দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিক বিক্ষোভ ।

 


দুর্গাপুর,৪ঠা মে : আজ সকালে,হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ) এর ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানার অর্জুন মূর্তির সামনে ইস্পাত শ্রমিকরা এলআইসিআই সহ সমস্ত রাষ্ট্রায়ত্ব সংস্হার শেয়ার বিক্রি-বেসরকারীকরনের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। ইতিমধ্যে দুর্গাপুর ইস্পাত কারখানার দুই সহযোগী সংস্হা যথাক্রমে কারখানার বিদ্যুৎ সরবরাহকারী সংস্হা এনএসপিসিএল ও ফেরো স্ক্র্যাপ নিগম লিমিটেড এর শেয়ার বিক্রির জন্য মোদি সরকারের প্রয়াসের বিরুদ্ধে শ্রমিক অসন্তোষ শুরু হয়েছে । আজকের বিক্ষোভ সমাবেশে উপস্হিত ছিলেন ললিত মিশ্র, সীমান্ত চ্যাটার্জী,প্রকাশতরু চক্রবর্তী,প্রদ্যুত মুখার্জী সহ অন্যান্য নেতৃবৃন্দ ।

সন্ধ্যায়,ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )-র পক্ষ থেকে ইস্পাতনগরীর হর্ষবর্ধন রোডের সেক্টর অফিসে আয়োজিত এক আলোচনা সভায়,’মে দিবসের একাল ও সেকাল’ নিয়ে আলোচনা করেন ললিত মিশ্র ।







No comments:

Post a Comment