Thursday 23 June 2022

বেতন-চু্ক্তি সহ অন্যান্য দাবিতে দুর্গাপুর ইস্পাত কারখানায় চলছে লাগাতার আন্দোলন : হলো বিক্ষোভ সমাবেশ ।

 


দুর্গাপুর,২৩শে জুন : আজ দুপুরে, হিন্দুস্হান স্টিল এমপ্লয়েজ ইউনিয়নের ( সিআইটিইউ ) এর ডাকে ইস্পাত শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ হয় দুর্গাপুর ইস্পাতের ইডি ( পি অ্যান্ড এ ) এর দপ্তরের সামনে । কালা মউ চুক্তির ফলে কেন্দ্রিয় রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদন সংস্হা সেইল ও আরআইএনএল এর স্হায়ী ও ঠিকা শ্রমিকরা বেতন ও অন্যান্য ভাতা বাবদ বিপুল পরিমান আর্থিক ক্ষতির মুখে পড়েছেন । অন্যদিকে,কর্তৃপক্ষ অফিসারদের পার্ক্যুইসিট ট্যাক্সে বাবদ ৫০% ভর্তুকির ব্যবস্হা করলেও,শ্রমিকদের পুরোপুরি বঞ্চিত করা হয়েছে । চুক্তি ভেঙ্গে গ্র্যাচুইটির সিলিং একতরফা জারি করে,শ্রমিকদের অবসরকালীন প্রাপ্য থেকে চুড়ান্ত বঞ্চনা করা হয়েছে । করোনার জন্য লকডাউন জারি হলে বন্ধ করে দেওয়া হয়েছে বাস সার্ভিস । অবিলম্বে সমস্ত দাবির সুষ্ঠ ফয়সালা না হলে আন্দোলন আরও তীব্র করার হুঁশিয়ারী দিয়েছেন বক্তারা। সমস্ত দাবি গুলির যথাযথ সমাধানের দাবিতে লড়াই-সংগ্রাম কে আরো ব্যাপক ও বিস্তারিত করার আহ্বান জানান বক্তারা । সাথে সাথে,ইউনিয়ন এর পক্ষ থেকে ইস্পাতের ইডি (পি অ্যান্ড এ ) এর দপ্তরের স্মারকলিপি জমা দিয়ে,অবিলম্বে সমস্ত দাবিতে অবিলম্বে আলোচনা ও নিষ্পত্তির দাবি জানানো হয় ।  । বক্তব্য রাখেন ললিত মিশ্র,বিশ্বরূপ ব্যানার্জি,সীমান্ত চ্যাটার্জী,দেবাশীস পাল ( সেকশান মিল ),সন্দীপ পাল ও নিমাই ঘোষ ।









No comments:

Post a Comment