Thursday, 27 October 2022

মহিলাদের নিরাপত্তার দাবি জানিয়ে দুর্গাপুর থানায় মহিলা বিক্ষোভ ।

 


দুর্গাপুর,২৭শে অক্টোবর : সারা রাজ্যের সাথে দুর্গাপুরেও পাল্লা দিয়ে বেড়ে চলেছে অপরাধীদের দাপাদাপি এবং নারীদের ওপরে যৌন নির্যাতনের ঘটনা । দীপাবলীর দিন ইস্পাতনগরী সংলগ্ন জব্বার পল্লীর জঙ্গলে এক স্বামী পরিত্যক্তা মহিলা কে জোর করে তুলে নিয়ে গণ ধর্ষন করা হয় । নির্যাতিতা সেই সময়ে পুজো দেখতে বেরিয়ে ছিলেন । পুলিশ গিয়ে জঙ্গল থেকে মহিলা নির্যাতিতা কে উদ্ধার করে। দুর্গাপুর পৌর নিগমের ১নং ওয়ার্ডের অন্তর্গত রঘুনাথপুরে ঐ নির্যাতিতা মহিলা বাপের বাড়িতে থাকেন । পরে পুলিশ এই ঘটনায় যুক্ত চার অপরাধী কে গ্রেপ্তার করে । এদিকে গণ ধর্ষনের খবর ছড়াতেই দুর্গাপুরে মহিলাদের নিরাপত্তার অবহেলার চিত্রটি বেআব্রু হয়ে পড়েছে । ২০১১ সালের পরের থেকে দুর্গাপুরে ঘটে যাওয়া উপর্যোপুরি গন ধর্ষন-ধর্ষন সহ মহিলাদের উপরে ঘটে যাওয়া অপরাধের জন্য দায়ী অপরাধীরা ছাড় পেয়ে যাওয়ার জন্য শাসক তৃণমূল কংগ্রেস ও পুলিশের দিকে আঙ্গুল উঠেছে । এক্ষেত্রেও অপরাধীদের তৃণমূল-যোগের অভিযোগ উঠেছে । সিপিআইএম এর পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য পঙ্কজ রায় সরকার তীব্র ভাষায় পুলিশী অবহেলাকে আক্রমন করে বলেন যে পুলিশী সতর্কতাতার কথা ঢাকঢোল পিটিয়ে প্রচার করা হলেও এই গণ ধর্ষন চোখে আঙ্গুল দিয়ে সেই দাবির অসারতা আবার প্রমান করল। তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক দেউলিয়াপনা নারীদের নিরাপত্তার বদলে অপরাধীদের স্বস্তি দিচ্ছে ।

 এদিকে,আজ বিকালে সারা ভারত গনতন্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে গণ ধর্ষনের ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে দুর্গাপুর থানায় মহিলা বিক্ষোভের ডাক দেয় । বিক্ষোভ সমাবেশে বক্তারা ঘটনায় যুক্ত দুষ্কৃতিদের কঠোরতম শাস্তি সহ অবিলম্বে মহিলাদের ওপর ঘটে চলা ক্রমবর্ধমান অপরাধমূলক ঘটনা রোধে পুলিশী তৎপরতার দাবি জানান । সমাবেশ চলাকালীন মহিলা প্রতিনিধি দল থানায় দাবি-সম্বলিত স্মারকলিপি জমা দেন । বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন শান্তি মজুমদার,মিতা ভট্টাচার্য,শর্মিষ্ঠা ভট্টাচার্য  ও সুস্মিতা দাস ।


















Monday, 24 October 2022

দীপাবলি উপলক্ষ্যে ইস্পাতনগরীতে মার্কসীয় ও প্রগতিশীল সাহিত্যের পুস্তক বিক্রয় কেন্দ্রের উদ্বোধন হোল।

 



দুর্গাপুর ,২৪শে অক্টোঃ : দীপাবলি উপলক্ষ্যে আজ সন্ধ্যায় ইস্পাতনগরীতে মার্কসীয় ও প্রগতিশীল সাহিত্যর তিনটি পুস্তক বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হল। ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত ১ এরিয়া কমিটির পক্ষ থেকে এডিশন রোডে বুকস্টল খোলা হয়েছে। বুক স্টল এর উদ্বোধন করেন ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )-র পশ্চিম বর্ধমান জেলা কমিটির সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জি । সেইল সমবায় আবাসনে কবিগুরু মোড়ে  ( দ্বিতীয় স্টপেজ ) ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটি এবং হর্ষবর্ধন রোডে ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত ৩ এরিয়া কমিটির পক্ষ থেকে  বুক স্টল করা হয়েছে । উদ্বোধন করেন যথাক্রমে পার্থ  বসু ঠাকুর ও পঙ্কজ রায় সরকার । উপস্হিত ছিলেন দিপক ঘোষ,স্বপন সরকার,অজিত মন্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ ।





















প্রয়াত পার্টি সদস্য।

 


দুর্গাপুর,২৪শে অক্টোবর : ভারতের কমিউনিস্ট পার্টি(মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত এরিয়া কমিটির অন্তর্গত মার্কনি-মহিষকাপুর শাখার প্রবীণ পার্টি সদস্য মানিক চৌধুরী বার্ধক্য জনিত কারণে বেশ কিছুদিন অসুস্থ থাকার পর গত ২১শে অক্টোবর স্থানীয় দুর্গাপুর ইস্পাত মেইন হাসপাতালে প্রয়াত হন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।

কর্মসূত্রে দুর্গাপুর ইস্পাত কারখানায় কাজে যোগদানের পরে তৎকালিন উত্তাল শ্রমিক আন্দোলনে আকৃষ্ট হয়ে তিনি হিন্দুস্থান স্টীল এমপ্লয়িজ ইউনিয়নের সাথে যুক্ত হন।১৯৬৬ সালের উত্তাল শ্রমিক আন্দোলনের দিনগুলিতে  তিনি এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ১৯৮০ সালে তিনি পার্টি সভ্যপদ অর্জন করেন।

অত্যন্ত সহজ,সরল অনাড়ম্বর জীবন যাপনে অভ্যস্ত ছিলেন প্রয়াত মানিক চৌধুরী।

তাঁর মৃত্যুর খবর পাওয়ার সাথে সাথে পার্টি নেতা  সন্তোষ দেব রায়,পার্থ দাস সহ অন্যান্য নেতা,কর্মী এবং দরদীরা তাঁর বাড়ীতে যান এবং সমবেদনা জানান।

প্রয়াত কমরেডের মরদেহ পার্টি অফিসে আনা হলে সন্তোষ দেব রায়,পার্থ দাস,পঙ্কজ রায় সরকার,সুবীর সেনগুপ্ত,বিশ্বরূপ ব্যানার্জী পার্টির রক্তপতাকা এবং ফুলমালা দিয়ে তাঁর মরদেহ আচ্ছাদিত করেন। পার্টির এরিয়া কমিটির সদস্য,অসংখ্য কর্মী,দরদী সহ অনুরাগীরা তাঁকে ফুল,মালা এবং অশ্রুসজল নয়নে তাঁকে বিদায় জানান।

প্রসঙ্গত উল্লেখ্য যে,তাঁর স্ত্রী আলপনা চৌধুরী পার্টির ইস্পাত এরিয়া কমিটির সদস্যা।স্ত্রী সহ তাঁর এক কন্যা, জামাই,এবং এক নাতনি বর্তমান।

পার্টির পশ্চিম বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে নেতৃবৃন্দ প্রয়াত মানিক চৌধুরীর স্মৃতির প্রতি গভীর শোক প্রকাশ করেছেন ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।









Friday, 21 October 2022

গন আন্দোলনের ওপরে পুলিশের বর্বোরচিত আক্রমনের বিরুদ্ধে ইস্পাতনগরীতে মিছিল ।

 


দুর্গাপুর,২১শে অক্টোবর : গতকাল গভীর রাতে সল্টলেকের করুনাময়ীতে টেট উত্তীর্ণদের চাকুরীর দাবিতে চলা শান্তিপুর্ণ আন্দোলনের ওপরে রাজ্য পুলিশের বর্বোরচিত  আক্রমনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজ সন্ধ্যায় ইস্পাতনগরীতে মিছিল বেরোয়। সিআইটিইউ এর ডাকে এই মিছিল বিদ্যাসাগর এভিন্যু থেকে এই মিছিল শুরু হয়ে বিভিন্ন রাস্তা ঘুরে বি.টি.রণদিভে ভবনে শেষ হয় । মিছিলে নেতৃত্ব দেন বিশ্বরূপ ব্যানার্জি,ললিত মোহন মিশ্র,সীমান্ত চ্যাটার্জী,নবেন্দু সরকার প্রমুখ ।