Thursday 20 October 2022

বোনাস আন্দোলনের জয় শ্রমিক অধিকারের জয় – এসডব্লুএফআই ।

 


দুর্গাপুর,২০ অক্টোবর : এক মাস ধরে লাগাতার ঐক্যবদ্ধ আন্দোলনের পরে  কেন্দ্রিয় রাষ্ট্রায়ত্ব ইস্পাত সংস্হা সেইল আরআইএনএল এর ইস্পাত শ্রমিকরা বার্ষিক বোনাসের দাবি আদায় করলেন প্রথম তিন দফায় সিআইটিইউ সহ শ্রমিক ইউনিয়ন গুলির সাথে আলোচনা কর্তৃপক্ষের একগুঁয়েমির জন্য ভেস্তে গেলেও ১৮ই অক্টোবর চতুর্থ দফার আলোচনায় কর্তৃপক্ষ নতিস্বীকার করতে বাধ্য হয় এর ফলে, সেইল আরআইএনএল এর ইস্পাত শ্রমিকরা ঐতিহসিক জয় পেয়ে সেইল আরআইএনএল এর এর ইতিহাসে সর্বাধিক বোনাস আদায় করতে সমর্থ হয়েছেন স্টিল ওয়ার্কর্স ফেডারেশন অফ ইন্ডিয়া ( সিআইটিইউ ) এর পক্ষ থেকে এই ঐতিহসিক জয়ের জন্য সেইল আরআইএনএল এর ইস্পাত শ্রমিকদের অভিনন্দন জানান হয়েছে স্টিল ওয়ার্কর্স ফেডারেশন অফ ইন্ডিয়া ( সিআইটিইউ ) এর পক্ষ থেকে ললিত মোহন মিশ্র এই ঐতিহসিক জয় কেবল বার্ষিক বোনাসের দাবি আদায় নয়,একই সাথে শ্রমিক অধিকার বজায় রাখার পক্ষে অত্যন্ত তাৎপর্যপূর্ণ জয় বলে বর্ণনা করে বলেছেন যে এই আন্দোলন কে কেন্দ্র করে যে অভূতপূর্ব শ্রমিক ঐক্য গড়ে উঠেছে,তা আগামীদিনে সেইল আরআইএনএল এর পূর্ণাঙ্গ বেতন-চুক্তি,এরিয়ার,ঠিকা শ্রমিকদের বেতন-চুক্তিতে অন্তর্ভুক্তি সহ অন্যান্য দাবি আদায়ের ক্ষেত্রে দিশা দেখাবে

এদিকে,আজ সকালে, সিআইটিইউ সহ ৭টি সক্রিয় ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে দুর্গাপুর ইস্পাত কারখানার ইডি ( ওয়ার্কর্স) এর দপ্তরের সামনে যৌথ শ্রমিক সমাবেশের ডাক দেওয়া হয়। এই সমাবেশে,বোনস-চুক্তির বিষয়ে বিস্তারিত ভাবে তুলে ধরা হয় একই সাথে, দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষ কে শিল্পে শান্তি রক্ষার স্বার্থে  ঐতিহসিক বোনাস আন্দোলনে অংশগ্রহনকারীদের সিআইটিইউ সহ ৭টি সক্রিয় ট্রেড ইউনিয়নের নেতৃত্বের বিরুদ্ধে প্রতিহিংসাপরায়ন আচরন করা থেকে বিরত থাকার দাবি জানানো হয় এবং কর্তৃপক্ষের কাছে ৭টি সক্রিয় ট্রেড ইউনিয়নের যৌথ প্রতিনিধিদল ঐ একই দাবি জানান শ্রমিক সমাবেশে সিআইটিইউ এর পক্ষ থেকে বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জি,ললিত মিশ্র সীমান্ত চ্যাটার্জি





No comments:

Post a Comment