Monday 24 October 2022

প্রয়াত পার্টি সদস্য।

 


দুর্গাপুর,২৪শে অক্টোবর : ভারতের কমিউনিস্ট পার্টি(মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত এরিয়া কমিটির অন্তর্গত মার্কনি-মহিষকাপুর শাখার প্রবীণ পার্টি সদস্য মানিক চৌধুরী বার্ধক্য জনিত কারণে বেশ কিছুদিন অসুস্থ থাকার পর গত ২১শে অক্টোবর স্থানীয় দুর্গাপুর ইস্পাত মেইন হাসপাতালে প্রয়াত হন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।

কর্মসূত্রে দুর্গাপুর ইস্পাত কারখানায় কাজে যোগদানের পরে তৎকালিন উত্তাল শ্রমিক আন্দোলনে আকৃষ্ট হয়ে তিনি হিন্দুস্থান স্টীল এমপ্লয়িজ ইউনিয়নের সাথে যুক্ত হন।১৯৬৬ সালের উত্তাল শ্রমিক আন্দোলনের দিনগুলিতে  তিনি এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ১৯৮০ সালে তিনি পার্টি সভ্যপদ অর্জন করেন।

অত্যন্ত সহজ,সরল অনাড়ম্বর জীবন যাপনে অভ্যস্ত ছিলেন প্রয়াত মানিক চৌধুরী।

তাঁর মৃত্যুর খবর পাওয়ার সাথে সাথে পার্টি নেতা  সন্তোষ দেব রায়,পার্থ দাস সহ অন্যান্য নেতা,কর্মী এবং দরদীরা তাঁর বাড়ীতে যান এবং সমবেদনা জানান।

প্রয়াত কমরেডের মরদেহ পার্টি অফিসে আনা হলে সন্তোষ দেব রায়,পার্থ দাস,পঙ্কজ রায় সরকার,সুবীর সেনগুপ্ত,বিশ্বরূপ ব্যানার্জী পার্টির রক্তপতাকা এবং ফুলমালা দিয়ে তাঁর মরদেহ আচ্ছাদিত করেন। পার্টির এরিয়া কমিটির সদস্য,অসংখ্য কর্মী,দরদী সহ অনুরাগীরা তাঁকে ফুল,মালা এবং অশ্রুসজল নয়নে তাঁকে বিদায় জানান।

প্রসঙ্গত উল্লেখ্য যে,তাঁর স্ত্রী আলপনা চৌধুরী পার্টির ইস্পাত এরিয়া কমিটির সদস্যা।স্ত্রী সহ তাঁর এক কন্যা, জামাই,এবং এক নাতনি বর্তমান।

পার্টির পশ্চিম বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে নেতৃবৃন্দ প্রয়াত মানিক চৌধুরীর স্মৃতির প্রতি গভীর শোক প্রকাশ করেছেন ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।









No comments:

Post a Comment