Monday 17 October 2022

অবিলম্বে বোনাস চুক্তির দাবিতে অ্যালয় স্টিল প্ল্যান্ট ও দুর্গাপুর ইস্পাত কারখানা সহ সেইল ও আরআইএনএল জুড়ে শ্রমিক বিক্ষোভ।

 


দুর্গাপুর,১৭ই অক্টোঃ : স্টিল ওয়ার্কর্স ফেডারেশন অফ ইন্ডিয়া ( সিআইটিইউ ) এর ডাকে অবিলম্বে বোনাস চুক্তির দাবিতে আজ সেইল ও আরআইএনএল জুড়ে শ্রমিকরা বিক্ষোভ দেখালেন। ইতিমধ্যে কর্তৃপক্ষের সাথে ইউনিয়ন গুলির তিন দফা আলোচনা হলেও, কর্তৃপক্ষের একগুঁয়েমির জন্য বোনাস আলোচনা ভেস্তে গেছে বলে সিআইটিইউ এর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে ।

 এদিকে আজ সকালে , হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) ডাকে মিশ্র ইস্পাত কারখানার সিজিএম ( আইসি/ওয়ার্কস ) এর দপ্তরে গণবিক্ষোভে সহায়ী ও ঠিকা শ্রমিকরা যোগ দেন। বিক্ষোভ চলাকালীন কর্ত্পক্ষকে স্মারকলিপি দেওয়া হয়। বিক্ষোভের নেতৃত্ব দেন নবেন্দু সরকার,মহেন্দ্র মুর্মু,সুমনব্রত দাস, পথিক ব্যানার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ। অন্যদিকে, সকালে, দুর্গাপুর ইস্পাত কারখানার সেফটি এক্সেলেন্স সেন্টারের বিপরীতে শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ হয়। সভায় সিআইটিইউ সহ ৭টি সক্রিয় ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন । সিআইটিইউ এর পক্ষ থেকে বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জি ও সীমান্ত চ্যাটার্জি ।

এই পরিস্হিতে আগামীকাল দিল্লিতে কর্তৃপক্ষের সাথে ইউনিয়ন গুলির চতুর্থ দফার আলোচনা অনুষ্ঠিত হতে চলেছে।









No comments:

Post a Comment