Thursday 27 October 2022

মহিলাদের নিরাপত্তার দাবি জানিয়ে দুর্গাপুর থানায় মহিলা বিক্ষোভ ।

 


দুর্গাপুর,২৭শে অক্টোবর : সারা রাজ্যের সাথে দুর্গাপুরেও পাল্লা দিয়ে বেড়ে চলেছে অপরাধীদের দাপাদাপি এবং নারীদের ওপরে যৌন নির্যাতনের ঘটনা । দীপাবলীর দিন ইস্পাতনগরী সংলগ্ন জব্বার পল্লীর জঙ্গলে এক স্বামী পরিত্যক্তা মহিলা কে জোর করে তুলে নিয়ে গণ ধর্ষন করা হয় । নির্যাতিতা সেই সময়ে পুজো দেখতে বেরিয়ে ছিলেন । পুলিশ গিয়ে জঙ্গল থেকে মহিলা নির্যাতিতা কে উদ্ধার করে। দুর্গাপুর পৌর নিগমের ১নং ওয়ার্ডের অন্তর্গত রঘুনাথপুরে ঐ নির্যাতিতা মহিলা বাপের বাড়িতে থাকেন । পরে পুলিশ এই ঘটনায় যুক্ত চার অপরাধী কে গ্রেপ্তার করে । এদিকে গণ ধর্ষনের খবর ছড়াতেই দুর্গাপুরে মহিলাদের নিরাপত্তার অবহেলার চিত্রটি বেআব্রু হয়ে পড়েছে । ২০১১ সালের পরের থেকে দুর্গাপুরে ঘটে যাওয়া উপর্যোপুরি গন ধর্ষন-ধর্ষন সহ মহিলাদের উপরে ঘটে যাওয়া অপরাধের জন্য দায়ী অপরাধীরা ছাড় পেয়ে যাওয়ার জন্য শাসক তৃণমূল কংগ্রেস ও পুলিশের দিকে আঙ্গুল উঠেছে । এক্ষেত্রেও অপরাধীদের তৃণমূল-যোগের অভিযোগ উঠেছে । সিপিআইএম এর পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য পঙ্কজ রায় সরকার তীব্র ভাষায় পুলিশী অবহেলাকে আক্রমন করে বলেন যে পুলিশী সতর্কতাতার কথা ঢাকঢোল পিটিয়ে প্রচার করা হলেও এই গণ ধর্ষন চোখে আঙ্গুল দিয়ে সেই দাবির অসারতা আবার প্রমান করল। তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক দেউলিয়াপনা নারীদের নিরাপত্তার বদলে অপরাধীদের স্বস্তি দিচ্ছে ।

 এদিকে,আজ বিকালে সারা ভারত গনতন্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে গণ ধর্ষনের ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে দুর্গাপুর থানায় মহিলা বিক্ষোভের ডাক দেয় । বিক্ষোভ সমাবেশে বক্তারা ঘটনায় যুক্ত দুষ্কৃতিদের কঠোরতম শাস্তি সহ অবিলম্বে মহিলাদের ওপর ঘটে চলা ক্রমবর্ধমান অপরাধমূলক ঘটনা রোধে পুলিশী তৎপরতার দাবি জানান । সমাবেশ চলাকালীন মহিলা প্রতিনিধি দল থানায় দাবি-সম্বলিত স্মারকলিপি জমা দেন । বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন শান্তি মজুমদার,মিতা ভট্টাচার্য,শর্মিষ্ঠা ভট্টাচার্য  ও সুস্মিতা দাস ।


















No comments:

Post a Comment