Monday 10 October 2022

বার্ষিক বোনাসের ন্যায্য দাবিতে এককাট্টা দুর্গাপুর ইস্পাতের শ্রমিকরা জানিয়ে দিলেন দাবি না মেটা পর্যন্ত লাগাতার লড়াই চলবে।

 


দুর্গাপুর,১০ই অক্টোবর : এবারে দুর্গাপুর ইস্পাত সহ কেন্দ্রিয় রাষ্ট্রায়ত্ব ইস্পাত সংস্হা  সেইল ও আরআইএনএলে কর্মরত প্রায় ৬২,০০০ শ্রমিক-কর্মচারি  বার্ষিক বোনাস ,যা পুজো বোনাস নামে পরিচিত,তা পায় নি । উল্টে দুর্গাপুর ইস্পাতের কর্তৃপক্ষ ষষ্ঠীর দিনে কারখানার কর্মরত চার শ্রমিক নেতা কে বার্ষিক বোনাসের ন্যায্য দাবিতে শান্তিপূর্ন ও গনতান্ত্রিক পদ্ধতিতে বিক্ষোভ দেখানোর জন্য শোকজ নোটিশ -চার্জশীট ধরিয়ে দেওয়ায় উত্তেজক পরিস্হিতির সৃষ্টি হয়েছে  দুর্গাপুর ইস্পাত কারখানা সহ সেইলের সর্বত্র।এই পরিস্হিতে, সপ্তমীর সন্ধ্যায় দুর্গাপুর ইস্পাত কারখানার  সিআইটিইউ সহ ৭টি সক্রিয় ট্রেড ইউনিয়নের যৌথ আলোচনায় বসে অবিলম্বে শান্তিপূর্ন ও গনতান্ত্রিক পদ্ধতিতে বিক্ষোভ দেখানোর জন্য চার শ্রমিক নেতা কে পাঠানো শোকজ নোটিশ –চার্জশীট প্রত্যাহারের দাবি জানানোর পাশাপাশি সম্মানজনক বোনাসের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়।

  আজ সকালে দলে দলে শ্রমিক দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেটের প্রবেশ পথে অর্জুন মুর্তির সামনে জড়ো হয়ে প্রথমে মানব-বন্ধন ও পরে বিক্ষোভ সমাবেশে যোগদান করেন। সভায় সিআইটিইউ সহ ৭টি সক্রিয় ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন । সিআইটিইউ এর পক্ষ থেকে বক্তব্য রাখেন সীমান্ত চ্যাটার্জি ।

  এদিকে,শেষ খবর পাওয়া পর্যন্ত, আজ সকাল থেকে দিল্লিতে কর্তৃপক্ষের সাথে সিআইটিইউ সহ স্বীকৃত ট্রেড ইউনিয়ন সমুহের সাথে সেইল ও আরআইএনএল এর শ্রমিকদের বার্ষিক বোনাসের বিষয়ে ম্যারাথন আলোচনা চলছে।










No comments:

Post a Comment