Sunday 16 October 2022

সাংস্কৃতিক সংগঠন সমুহের উদ্যোগে ইস্পাতনগরীতে অনুষ্ঠিত হোল সম্প্রীতির রাখিবন্ধন ।

 


দুর্গাপুর,১৬ই অক্টো: ঃ আজ সকালে,পঃ বঙ্গ গনতান্ত্রিক লেখক শিল্পী সঙ্ঘ , ভারতীয় গণনাট্য সঙ্ঘ,জনবাদী লেখক সঙ্ঘ সহ অন্যান্য সাংস্কৃতিক সংগঠন সমুহের যৌথ উদ্যোগে  ইস্পাতনগরীতে অনুষ্ঠিত হোল সম্প্রীতির রাখিবন্ধন । ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসক লর্ড কার্জনের বাংলা ভাগের হীন চক্রান্তের বিরুদ্ধে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আহ্বানে ১৯০৫ সালের ১৬ই অক্টোবর অখণ্ড বাংলায় রাখিবন্ধন পালিত হয়। সেই ঘটনার স্মরণ রেখে,আজ পঃ বঙ্গে যখন বিভাজনের রাজনীতি ছড়ানোর চেষ্টা চলেছে,তখন মানুষের মধ্যে ঐক্য মজবুত করার জন্য আজকের দিনটি কে সম্প্রীতির রাখিবন্ধন হিসাবে পালন করার উদ্যোগ গ্রহন করা হয়েছে বলে সংগঠকদের পক্ষে সীমান্ত তরফদার জানিয়েছেন । সকালে অনুষ্ঠানের সুচনায় সাংস্কৃতিক কর্মীরা ভগৎ সিং মোড় থেকে পদযাত্রা করে সেইল সমবায় আবাসন অঞ্চলে কবিগুরু মোড়ের বাজারে যান ও বাজারে আগত ক্রেতা ও দোকানদারদের রাখি পরিয়ে দেন। সাথে সাথে আজকের দিনের তাৎপর্য ব্যাখ্যা করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন । উপস্হিত ছিলেন দিপক দেব,সন্তোষ দেবরায়,কানাই বিশ্বাস,সলিল দাসগুপ্ত,সীমান্ত চ্যাটার্জী প্রমুখ ।













No comments:

Post a Comment