Monday 17 October 2022

প্রয়াত পার্টি সদস্য ।

 


দুর্গাপুর,১৭ই অক্টোবর :  ভারতের কমিউনিষ্ট পার্টি (মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত এরিয়া কমিটির অন্তর্গত আইনস্টাইন শাখার অন্যতম পার্টি সদস্য দিলীপ কেওড়া মস্তিষ্কে গুরুতর রক্তক্ষরণের ফলে গত ১৪ই অক্টোবর প্রয়াত হয়েছেন। মৃত্যূকালে তার বয়স হয়েছিল ৬৬  বছর। হৃদযন্ত্রের সমস্যার জন্য কয়েকমাস আগেই তার শরীরে জটিল অস্ত্রোপচার হয়।

যুব আন্দোলনের মধ্য দিয়ে ১৯৮৬ সালে তিনি পার্টি সদস্যপদ অর্জন করেন। পার্টি দপ্তরে তিনি আমৃত্যু পার্টির আংশিক সময়ের কর্মী হিসেবে তাঁর দায়িত্ব পালন করে গেছেন।এলাকায় তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন। পার্টির যে কোনো কর্মসূচি রূপায়নে তিনি বিশেষ উদ্যোগী ভূমিকা পালন করতেন। তাঁর মৃত্যর খবর পেয়ে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পার্টির নেতা, কর্মী,দরদী সহ এলাকার অসংখ্য সাধারণ মানুষ পার্টি দপ্তর ও তাঁর বাড়িতে ছুটে যান। প্রাক্তন বিধায়ক  বর্ষীয়ান নেতা সন্তোষ দেবতায় সহ অন্যান্য নেতৃবৃন্দ তাঁর বাড়িতে গিয়ে পরিবারকে সমবেদনা জানান।

তাঁর মরদেহ পাটি দপ্তরে আনা হলে সন্তোষ দেবরায়,সুবীর সেনগুপ্ত, বিশ্বরূপ ব্যানার্জী, দীপক ঘোষ,স্বপন ব্যানার্জী তাঁর মরদেহ রক্তপতাকা দিয়ে আচ্ছাদিত করেন ফুলমালা  দিয়ে শ্রদ্ধা জানান। পার্টির এরিয়া কমিটির নেতাবৃন্দ. কর্মী,দরদী, সমর্থক সহ বহু সাধারন মানুষ ফুল মালায়, চোখের জলে তাঁকে চিরবিদায় জানান। তাঁর স্ত্রী,এক পুত্র,এক কন্যা,বৌমা,জামাই নাতনি বর্তমান। পার্টির জেলা সম্পাদকমন্ডলীর সদস্য পার্থ দাস  প্রয়াত দিলীপ কেওড়ার মৃত্যূতে গভীর শোকপ্রকাশ করেন এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।পরে বীরভানপুর শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।   

 

No comments:

Post a Comment