Thursday, 28 March 2024

বেকারী বিরোধী দিবসে ইস্পাতনগরীতে যুবদের সমাবেশ।

 


দুর্গাপুর,২৮শে মার্চ : আজ বেকারী বিরোধী দিবসে, সি.পি.আই.(এম) প্রার্থী সুকৃতি ঘোষাল কে সমর্থন জানানোর জন্য দুর্গাপুর ইস্পাত ২ বি-জোন আঞ্চলিক কমিটির পক্ষে আয়োজিত  ইস্পাতনগরীর চন্ডিদাস বাজারে যুব সমাবেশ থেকে আহ্বান জানানো হয় ।বেকারী বিরোধী দিবসে যুব সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন যে বিগত ৫০ বছরের মধ্যে বেকারী সর্বোচ্চ পর্যায় পৌঁছিয়েছে । এ ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্য সরকার উভয়ের নীতি সম্পূর্ণ দায়ী । হিমালয় প্রমান দূর্ণীতি,লুঠ,কর্পোরেট-বহুজাতিক সংস্থার হাতে দেশের সম্পদ তুলে দেওয়া ছাড়া তৃণমূল আর বিজেপি কিছুই করে নি ।এই অবস্থার পরিবর্তন করতে পারে কেবল বামপন্থীরা। বক্তব্য রাখেন যুব নেতা ভিক্টর ব্যানার্জী,বৃন্দাবন দাস,রাহুল কেওরা ও শ্রমিক নেতা প্রকাশতরু চক্রবর্তি।




Wednesday, 27 March 2024

ইস্পাতনগরীতে পালিত হোল বিশ্ব নাট্য দিবস ।

 


দুর্গাপুর , ২৭শে মার্চ : আজ ,সন্ধ্যায় ভারতীয় গণনাট্য সংঘের ইস্পাত শাখা (দুর্গাপুর )–র উদ্যোগে ইস্পাতনগরীর ভারতী সেক্টর অফিসে পালিত হোল বিশ্ব নাট্য দিবস।এই উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বক্তব্য রাখেন ও বিশ্ব নাট্য দিবসের বাণী পাঠ করেন আকাশতরু চক্রবর্তি।









Sunday, 24 March 2024

দুর্গাপুর ইস্পাত কারখানায় আবার দুর্ঘটনায় গুরুতর জখম এক শ্রমিক।

 


দুর্গাপুর,২৪শে মার্চ : আজ সকালে দুর্গাপুর ইস্পাত কারখানার মার্চেন্ট মিলে এক দুর্ঘটনায় গুরুতর জখম হলেন কর্মরত স্থায়ী শ্রমিক সুভাষ চন্দ্র সাহা। সকাল আট টা নাগাদ ঐ বিভাগের রাফিং মিলের পাঁচ নং স্ট্যান্ডের রোলে কাজ চলার সময় রোলের মধ্যে তার ডান হাত ঢুকে গেলে ঐ হাতের চারটি আঙ্গুল গুরুতর ভাবে জখম হয়েছে । পরে তাকে কোলকাতার এক বেসরকারী হাসপাতালে স্থানান্তিরত করা হয়। অভিযোগ উঠেছে উচ্চ উৎপাদনের তাড়নায় নিরাপত্তা বিধি ভঙ্গ করার ফলে এই দুর্ঘটনা ঘটেছে। হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর পক্ষে বিশ্বরূপ ব্যানার্জি এই দুর্ঘটনার আনুপূর্বিক তদন্ত ও তদন্ত রিপোর্ট সর্বসমক্ষে প্রকাশের দাবি জানানোর সাথে সাথে কর্তৃপক্ষের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন যে একের পর এক মারাত্মক দুর্ঘটনায় শ্রমিক ও আধিকারিকদের প্রানহানি ,অঙ্গহানি হওয়ার পরেও কর্তৃপক্ষের হুঁশ নেই। সেফটি কমিটি কে অকেজ রেখে, ইউনিয়ন গুলির সুপরামর্শ অগ্রাহ্য করে কর্তৃপক্ষ দিনের পর দিন কাজের ক্ষেত্রে নিরাপত্তা কে অগ্রাধীকার দেওয়ার বদলে অবহেলা করে চলেছে। পুরনো যন্ত্রপাতি দিয়ে দিনের পর দিন অত্যুৎপাদনের করানোর ফলে দুর্ঘটনার হার বেড়েই চলেছে। দক্ষ স্থায়ী শ্রমিকের নিয়োগ প্রায় বন্ধ। হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) ও ইউনিয়ন গুলির যৌথ মঞ এর পক্ষে লাগাতার ভাবে কাজের জায়গায় নিরাপত্তার স্বার্থে দুর্গাপুর ইস্পাত কারখানা ও মিশ্র ইস্পাত কারখানার অবিলম্বে আধুনিকিকরন ও সম্প্রসারন এবং দুই কারখানায় দক্ষ স্থায়ী শ্রমিকের নিয়োগের দাবিতে লাগাতার আন্দোলন চলছে।হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর পক্ষ থেকে বিশ্বরূপ ব্যানার্জি আরো মন্তব্য করেছেন যে দুর্গাপুর কে রক্ষা করতে এবং দুই কারখানার শ্রমিকদের নিরাপত্তা ও উৎপাদনের স্বার্থে শ্রমিক ও শ্রমিক পরিবার সহ দুর্গাপুরের মানুষের কাছে আসন্ন লোকসভা নির্বাচনে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে দুর্গাপুর ইস্পাত কারখানা ও মিশ্র ইস্পাত কারখানার অবিলম্বে আধুনিকিকরন ও সম্প্রসারন এবং দুই কারখানায় দক্ষ স্থায়ী শ্রমিকের নিয়োগের দাবি অন্যতম ইস্যু হয়ে উঠতে চলেছে ।

 





Thursday, 21 March 2024

দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিক কনভেনশন।

  


দুর্গাপুর,২১শে মার্চ: আজ সকালে, হিন্দুস্থান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ) এর ডাকে, দুর্গাপুর ইস্পাত কারখানার প্ল্যান্ট সিভিলে শ্রমিক কনভেনশন অনুষ্ঠিত হয়।বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জি,সীমান্ত চ্যাটার্জি ও প্রদ্যুৎ মুখার্জি। গত ১৯শে মার্চ নয়া দিল্লীতে সেইলের কর্পোরেট দফতরে কর্তৃপক্ষের সাথে ইউনিয়ন গুলির এনজেসিএস এর আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন বক্তারা । ২০১৭ সালের ১লা জানুঃ থেকে রাষ্ট্রায়ত্ব ইস্পাত সংস্থা সেইল ও আরআইএনএল এর শ্রমিকদের প্রাপ্য বেতন-চুক্তি নিয়ে সেইল-আরআইএনএল এর কর্তৃপক্ষ লাগাতার টালবাহানা করে চলেছে। নানা ধরনের অজুহাত দিয়ে শ্রমিকদের ৩৯ মাসের এরিয়ার সহ বিভিন্ন ভাতার ন্যায্য প্রাপ্য বাবদ লক্ষ লক্ষ টাকা থেকে বঞ্চিত করে চলেছে।অথচ এই সময়ে সেইল সর্বকালীন সর্বোচ্চ পরিমানের উৎপাদন ও মুনাফা করেছে।অন্যদিকে দুর্গাপুর ইস্পাত কারখানায় স্থায়ী দক্ষ শ্রমিক নিয়োগ বন্ধ এবং কারখানার আধুনিকিকরন ও সম্প্রসারন না হওয়ার ফলে একের পর এক দুর্ঘটনায় চলছে মৃত্যু মিছিল।দাবি আদায় না হওয়া পর্যন্ত সিআইটিইউ লড়াই চালিয়ে যেতে বদ্ধপরিকর এই কথা জাননোর সাথে সাথে ঐক্যবদ্ধ আন্দোলন কে আরো মজবুত ও বিকশিত করার আহ্বান জানান বক্তারা।





 

Tuesday, 19 March 2024

দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিক বিক্ষোভ : ইস্পাতনগরীতে মর্মান্তিক পথ দুর্ঘটনা।

 


দুর্গাপুর,১৯শে মার্চ : আজ সকালে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেটে অর্জুন মূর্তির কাছে ইউনিয়ন গুলির পক্ষে যৌথ ভাবে শ্রমিক বিক্ষোভের ডাক দেওয়া হয়। অবিলম্বে পূর্নাঙ্গ বেতন-চুক্তি,বকেয়া ৩৯ মাসের ইনক্রিমেন্ট,সমস্ত ট্রেনীদের স্টাইপেন্ড বৃদ্ধি ও ট্রেড অ্যাপ্রেন্টিস্টদের ট্রেনীং শেষে কাজে নিয়োগের দাবিতে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন রজত দিক্ষিত,নিরঞ্জন রায় ও সীমান্ত চ্যাটার্জি। পরে কর্তৃপক্ষের কাছে যৌথ ভাবে দাবি-সম্বলিত স্মারক লিপি দেওয়া হয়। এদিকে আজ নয়া দিল্লীতে সেইলের কর্পোরেট দফতরে কর্তৃপক্ষের সাথে ইউনিয়ন গুলির এনজেসিএস এর আলোচনা চলছে।

 অন্যদিকে,আজ সকালে ইস্পাতনগরীর আকবর রোডে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রান হারালেন সালমা বিবি(৫০)। আহত দুই।









Friday, 8 March 2024

দুর্গাপুর ইস্পাত কারখানায় ক্রমবর্ধমান দুর্ঘটনার সমালোচনায় সরব যৌথ মঞ্চ।

 


দুর্গাপুর,৮ই মার্চ : গত ২৯শে ফেব্রুঃ দুর্গাপুর ইস্পাত কারখানায় ও ৩রা মার্চ দুর্গাপুরের মিশ্র ইস্পাতে ভয়াবহ দুর্ঘটনায় উদ্বিগ্ন সিআইটিইউ । ঐ দুই দুর্ঘটনায়  আহত ৬ জনের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক ছিল।তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় গত ৬ই মার্চ মারা যান দুর্গাপুর ইস্পাত কারখানার শিক্ষানবীশ( ট্রেড অ্যাপ্রেন্টিস্ট ) সর্বসিত ধাঙ্গর।বয়স পঁচিশ। গত ২৯শে ফেব্রুঃ  দুর্গাপুর ইস্পাত কারখানার এসএমএস এর ২নং বিওএফ কনভার্টারে ভয়াবহ বিষ্ফোরনের ফলে গলিত ইস্পাত শপ ফ্লোরে বহু দুর ছড়িয়ে পড়লে কর্মরত দুর্গাপুর ইস্পাতের ই.টি.এল বিভাগের দুই ট্রেড অ্যাপ্রেন্টিস্ট,এক স্থায়ী শ্রমিক,এক ঠিকা শ্রমিক ও এক আধিকারিক দুর্ঘটনার কবলে পড়েন।সেই ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়েছিলেন সর্বসিত ধাঙ্গর। দুর্ঘটনায় তাঁর শরীরের আশি শতাংশ পুড়ে যায়।তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে প্রয়াত সর্বসিত ধাঙ্গরের পরিবারের প্রতি শোক জ্ঞাপন করে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে দুর্গাপুর ইস্পাত কারখানার ট্রেড ইউনিয়ন গুলির যৌথ মঞ্চ । একই সাথে যৌথ মঞ্চের পক্ষ অবিলম্বে প্রয়াত সর্বসিত ধাঙ্গরের পরিবারের এক জনের চাকরি ও উপযুক্ত ক্ষতিপুরনের দাবি জানানো হয়।আজ সকালে যৌথ মঞ্চের আহ্বানে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেটে যৌথ মঞ্চের পক্ষ থেকে আয়োজিত প্রয়াত সর্বসিত ধাঙ্গরের স্মরণে মানব বন্ধন ও পরে শোক সভায় যৌথ মঞ্চের নেতৃবৃন্দ এই দাবি জানান। দুর্গাপুর ইস্পাত কারখানায় ক্রমবর্ধমান দুর্ঘটনায় কর্তৃপক্ষের গয়ংগচ্ছ মনোভাবের তীব্র সমালোচনা করার সাথে সাথে উৎপাদনের ক্ষেত্রে রেকর্ড অগ্রগতি বজায় রাখতে অবিলম্বে কারখানার আধুনিকিকরন ও সম্প্রসারন, ট্রেড অ্যাপ্রেন্টিস্টদের চিকিৎসার সব ধরনের সুবিধা প্রদান ও কর্মক্ষেত্রে সর্বোচ্চ নিরাপত্তা বিধি বাধ্যতামূলক ভাবে মেনে চলার দাবি জানান তারা। বক্তব্য রাখেন ললিত মোহন মিশ্র,সীমান্ত চ্যাটার্জি,রজত দিক্ষিত,সৌমজিত বরুয়া,শম্ভূ প্রামানিক,সুকান্ত রক্ষিত ও মানস দাস।








Wednesday, 6 March 2024

লড়াই শেষ,প্রয়াত দুর্গাপুর ইস্পাত কারখানার শিক্ষানবীশ সর্বসিত ধাঙ্গর।

 


দুর্গাপুর,৬ই মার্চ : আজ সকালে,স্থানীয় মিশন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন দুর্গাপুর ইস্পাত কারখানার শিক্ষানবীশ( ট্রেড অ্যাপ্রেন্টিস্ট ) সর্বসিত ধাঙ্গর।বয়স পঁচিশ। গত ২৯শে ফেব্রুঃ  দুর্গাপুর ইস্পাত কারখানার এসএমএস এর ২নং বিওএফ কনভার্টারে ভয়াবহ বিষ্ফোরনের ফলে গলিত ইস্পাত শপ ফ্লোরে বহু দুর ছড়িয়ে পড়লে কর্মরত দুর্গাপুর ইস্পাতের ই.টি.এল বিভাগের দুই ট্রেড অ্যাপ্রেন্টিস্ট,এক স্থায়ী শ্রমিক,এক ঠিকা শ্রমিক ও এক আধিকারিক দুর্ঘটনার কবলে পড়েন।সেই ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়েছিলেন সর্বসিত ধাঙ্গর। দুর্ঘটনায় তাঁর শরীরের আশি শতাংশ পুড়ে যায়।তাঁর মৃত্যুতে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর পক্ষে সীমান্ত চ্যাটার্জি ও স্টিল ওয়ার্কার্স অফ ইন্ডিয়া(সিআইটিইউ) এর সর্বভারতীয় সম্পাদক ললিত মোহন মিশ্র গভীর শোক প্রকাশ করে প্রয়াত সর্বসিত ধাঙ্গরের পরিবারের প্রতি শোক জ্ঞাপন করে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর পক্ষে বিশ্বরূপ ব্যানার্জি অবিলম্বে প্রয়াত সর্বসিত ধাঙ্গরের পরিবারের এক জনের চাকরি ও উপযুক্ত ক্ষতিপুরনের দাবি জানিয়েছেন।



Tuesday, 5 March 2024

পর পর দুর্ঘটনায় উদ্বিগ্ন সিআইটিইউ : সেইল এর চেয়ারম্যান কে চিঠি।

 


দুর্গাপুর,৫ই মার্চ : গত ২৯শে ফেব্রুঃ দুর্গাপুর ইস্পাত কারখানায় ও ৩রা মার্চ দুর্গাপুরের মিশ্র ইস্পাতে ভয়াবহ দুর্ঘটনায় উদ্বিগ্ন সিআইটিইউ । ঐ দুই দুর্ঘটনায় গুরুতর আহত ৬ জনের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক।ভেন্টিলেশনে চিকিৎসাধীন।গতকাল সিআইটিইউ এর সর্বভারতীয় সম্পাদক তপন সেন সেইলের চেয়ারম্যান কে চিঠি দিয়ে এই বিষয়ে সিআইটিইউ এর মনোভাব ব্যক্ত করে অবিলম্বে তদন্ত করে এই দুই দুর্ঘটনায় দায়ী যারা তাদের চিহ্নিত করার দাবি জানিয়েছেন । একই সাথে তিনি চিঠিতে উল্ল্যেখ করেন যে কি ভাবে কাজের ক্ষেত্রে নিরাপত্তার মানদন্ড ( এসওপি বা স্টাণ্ডার্ড অফ প্র্যাকটিস ) কে উপেক্ষা করে শ্রমিকদের কাজ করতে বাধ্য করার জন্য পর পর দুর্ঘটনায় ঘটছে। তিনি এই বিষয়ে স্টিল ওয়ার্কার্স অফ ইন্ডিয়া(সিআইটিইউ) ও হিন্দুস্থান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ) পক্ষ থেকে সেইলের চেয়ারম্যান কে আগেই প্রেরিত দুই পৃথক  চিঠির উল্ল্যেখ করে কি ভাবে কাজের ক্ষেত্রে নিরাপত্তার নির্দেশিকা উৎপাদনের নামে উল্লঙ্ঘন করা হয়েছে তার সুনির্দিষ্ট উদাহরন তুলে ধরেছেন এই চিঠিতে।

  এদিকে আজ সকালে দুর্গাপুর ইস্পাত কারখানার প্ল্যান্ট সিভিলে হিন্দুস্থান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ) পক্ষ থেকে এক কনভেনশনে ‘সেফটি ফার্স্ট’ নির্দেশিকা কে কাজের প্রয়োগের অধিকার কে স্মরণ করিয়ে কর্মক্ষেত্রে নিরাপত্তার জন্য ঐক্যবদ্ধ লড়াই গড়ে তোলার আহ্বান জানানোর সাথে সাথে যৌথ মঞ্চের আন্দোলন কে সুদৃঢ় করার আহ্বান জানানো হয়। বক্তব্য রাখেন ললিত মোহন মিশ্র,বিশ্বরূপ ব্যানার্জি,সীমান্ত চ্যাটার্জি ও প্রদ্যুত মুখার্জি।









Monday, 4 March 2024

এবার দুর্ঘটনা দুর্গাপুরের মিশ্র ইস্পাতে,গুরুতর আহত এক শ্রমিক।

 



দুর্গাপুর,৪ঠা মার্চ: গতকাল বি-শিফ্টে রাত :৪০ নাগাদ মিশ্র ইস্পাত কারখানার( অ্যালয় স্টিল প্ল্যান্ট) স্টিল মেল্টিং শপের ভ্যাড-এ ল্যাডেল বসানোর সময় আচমকাই ফুটন্ত গলিত ইস্পাত ছিটকে বিভাগের স্থায়ী শ্রমিক ঋষিরাজ দাসের গায়ে এসে পড়ে ও তার সারা শরীর ঝলসে যায়। আশংকাজনক অবস্থায় তাঁকে দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।বর্তমানে তিনি ভেন্টিলেশনে চিকিৎসাধীন।গত ২৯শে ফেব্রুঃ  দুর্গাপুর ইস্পাত কারখানায় ভয়াবহ দুর্ঘটনায় আহত আরো তিন শ্রমিক ভেন্টিলেশনে চিকিৎসাধীন। এই সংবাদ পাওয়ার সাথে সাথে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ) এর মিশ্র ইস্পাত কারখানা শাখার নেতৃবৃন্দ সহ অন্যান্য ইউনিয়নের নেতৃবৃন্দ,স্টিল ওয়ার্কার্স অফ ইন্ডিয়া(সিআইটিইউ) এর সর্বভারতীয় সম্পাদক ললিত মোহন মিশ্র এবং কারখানার সর্বোচ্চ আধিকারিক সহ অন্যান্য আধিকারিকরা। ঋষিরাজ দাসের পরিবারের পাশে থাকছেন নেতৃবৃন্দ। হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ) এর মিশ্র ইস্পাত কারখানা শাখার পক্ষে নবেন্দু সরকার অভিযোগ করেন যে ১৯৬৫ সালে তৈরী মিশ্র ইস্পাত কারখানায় দীর্ঘদিন ধরে আধুনিকিকরণ সম্প্রসারন না ওয়ায়,নিয়োগ না হওয়ার ফলে স্থায়ী শ্রমিক সংখ্যা প্রতিনিয়ত কমে যাওয়া সত্ত্বেও উৎপাদিত মিশ্র ইস্পাতের  গুনমাণ বজায় রাখার চাপে কর্মক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি অবহেলিত হচ্ছে। অবিলম্বে মিশ্র ইস্পাত কারখানার  আধুনিকীকরণ সম্প্রসারন এবং স্থায়ী শ্রমিক নিয়োগ করতে হবে বলে তিনি দাবি জানান। তিনি বলেন যে বর্তমান পৃথিবীতে মিশ্র ইস্পাত উৎপাদন ব্যবস্থা যে আধুনিক পর্যায়ে পৌঁছেচে সেই সময় বহুদিনের পুরানো প্রযুক্তি যন্ত্রপাতি নিয়ে সঠিক গুনমাণ বজায় রাখা কঠিন। আপোষ করা হচ্ছে কর্মক্ষেত্রে নিরাপত্তা।উৎপাদনকে অগ্রাধিকার দিতে গিয়ে শ্রমিকদের ব্যক্তিগত নিরাপত্তার বিষয়গুলিকে উপেক্ষা করা হচ্ছে। ওভারহেড ক্রেন সহ গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির নিয়মিত মেরামতি রক্ষণাবেক্ষণের কাজও অবহেলিত। যার ফলে একাধিক দুর্ঘটনা ঘটছে।তিনি বলেন যে ইউনিয়নের পক্ষ থেকে কর্তৃপক্ষের কাছে এই বিষয়গুলি বারংবার তুলে ধরলেও কোন সুরাহ মেলেনি । ফলে সেইলে  রক্তপাত-হীনইস্পাত উৎপাদনের জন্য কর্তৃপক্ষের প্রতিশ্রুতি কথার কথাই থেকে যাচ্ছে বাড়ছে ক্ষোভ, আতঙ্কিত শ্রমিক পরিবার।তিনি জানিয়েছেন যে আগামী কাল হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ) সহ অন্যান্য ইউনিয়ন গুলি মিলিত ভাবে কর্তৃপক্ষের সাথে এই ভয়াবহ দুর্ঘটনার বিষয় আলোচনায় বসার পরে ভবিষ্যত কর্মসূচী নেওয়া হবে।

  আজ সকালে নেতৃবৃন্দ। হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ) এর পক্ষে বিশ্বরূপ ব্যানার্জি ঐ বেসরকারী হাসপাতালে গিয়ে ঋষিরাজ দাস সহ চিকিৎসাধীন ২৯শে ফেব্রুঃ  দুর্গাপুর ইস্পাত কারখানায় ভয়াবহ দুর্ঘটনায় আহত আরো চার শ্রমিকের চিকিৎসার বিষয়ে খোঁজ-খবর নেন। তিনি উভয় কারখানায় দুর্ঘটনা এড়াতে অবিলম্বে উভয় কারখানায় আধুনিকিকরণ ও সম্প্রসারনের দাবি জানান। স্টিল ওয়ার্কার্স অফ ইন্ডিয়া(সিআইটিইউ) এর সর্বভারতীয় সম্পাদক ললিত মোহন মিশ্র ইতিমধ্যেই সেইলের চেয়ারম্যান কে চিঠি দিয়ে ২৯শে ফেব্রুঃ  দুর্গাপুর ইস্পাত কারখানায় ভয়াবহ দুর্ঘটনার আনুপূর্বিক তদন্তের দাবি জানানোর পাশাপাশি আধুনিকিকরণ ও সম্প্রসারনের দাবি জানিয়েছেন। অন্যদিকে সেইলের এনজেসিএস এর সাব কমিটির সভা ১১ই মার্চ এর পরিবর্তে ১৯শে মার্চ হবে বলে সেইল কর্তৃপক্ষ জানিয়েছে।