Friday 1 March 2024

প্রয়াত পার্টি সদস্য হিমাংশু বিমল দাস ।

 


দুর্গাপুর,১লা মার্চ : গত ২৬শে ফেব্রুয়ারী স্থানীয় নারসিং হোমে শ্রমিক আান্দোলনের অতীত দিনের নেতা হিমাংশু বিমল দাস প্রয়াত হয়েছেন।বয়স হয়েছিল ৮৬ বছর । তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন। ৭০-দশকের আাধা ফ্যাসিবাদি সন্ত্রাসের সময়  প্রতি তার ভূমিকা ছিল অনন্য।১৯৬১ সালে তিনি দুর্গাপুর  ইস্পাত কারখানায় কোক ওভেন বিভাগে যোগদান করেন। ধীরে ধীরে শ্রমিক আন্দোলনের সাথে যুক্ত হয়ে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর সদস্য হন। সেক্টর সংগঠনের সাথে ভালো ভাবে যুক্ত ছিলেন ও বহুবিধ ভূমিকা পালন করেন।১৯৭১ সালে পার্টি সদস্য পদ লাভ করেন।ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করেছিলেন ।শরীর  যতদিন ভালো ছিল ততদিন পাটি দপ্তরের কাজের সাথে যুক্ত ছিলেন।মৃত্যুর দিন পর্যন্ত তিনি ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ২ এরিয়ার পার্টি কেন্দ্র শাখা সদস্য ছিলেন।।এক মাত্র পুত্র প্রয়াত হওয়ার পরে আর সেভাবে কাজ করতে পারেনি । পার্টি অন্ত প্রান প্রয়াত হিমাংশু বিমল দাস গত জানুয়ারী মাসে পাটিকে  দশহাজার টাকা দান  করেন । তাঁর মৃ্ত্যুতে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির পক্ষে স্বপন সরকার গভীর শোক প্রকাশ করেছেন।

No comments:

Post a Comment