Thursday 21 March 2024

দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিক কনভেনশন।

  


দুর্গাপুর,২১শে মার্চ: আজ সকালে, হিন্দুস্থান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ) এর ডাকে, দুর্গাপুর ইস্পাত কারখানার প্ল্যান্ট সিভিলে শ্রমিক কনভেনশন অনুষ্ঠিত হয়।বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জি,সীমান্ত চ্যাটার্জি ও প্রদ্যুৎ মুখার্জি। গত ১৯শে মার্চ নয়া দিল্লীতে সেইলের কর্পোরেট দফতরে কর্তৃপক্ষের সাথে ইউনিয়ন গুলির এনজেসিএস এর আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন বক্তারা । ২০১৭ সালের ১লা জানুঃ থেকে রাষ্ট্রায়ত্ব ইস্পাত সংস্থা সেইল ও আরআইএনএল এর শ্রমিকদের প্রাপ্য বেতন-চুক্তি নিয়ে সেইল-আরআইএনএল এর কর্তৃপক্ষ লাগাতার টালবাহানা করে চলেছে। নানা ধরনের অজুহাত দিয়ে শ্রমিকদের ৩৯ মাসের এরিয়ার সহ বিভিন্ন ভাতার ন্যায্য প্রাপ্য বাবদ লক্ষ লক্ষ টাকা থেকে বঞ্চিত করে চলেছে।অথচ এই সময়ে সেইল সর্বকালীন সর্বোচ্চ পরিমানের উৎপাদন ও মুনাফা করেছে।অন্যদিকে দুর্গাপুর ইস্পাত কারখানায় স্থায়ী দক্ষ শ্রমিক নিয়োগ বন্ধ এবং কারখানার আধুনিকিকরন ও সম্প্রসারন না হওয়ার ফলে একের পর এক দুর্ঘটনায় চলছে মৃত্যু মিছিল।দাবি আদায় না হওয়া পর্যন্ত সিআইটিইউ লড়াই চালিয়ে যেতে বদ্ধপরিকর এই কথা জাননোর সাথে সাথে ঐক্যবদ্ধ আন্দোলন কে আরো মজবুত ও বিকশিত করার আহ্বান জানান বক্তারা।





 

No comments:

Post a Comment