Sunday 24 March 2024

দুর্গাপুর ইস্পাত কারখানায় আবার দুর্ঘটনায় গুরুতর জখম এক শ্রমিক।

 


দুর্গাপুর,২৪শে মার্চ : আজ সকালে দুর্গাপুর ইস্পাত কারখানার মার্চেন্ট মিলে এক দুর্ঘটনায় গুরুতর জখম হলেন কর্মরত স্থায়ী শ্রমিক সুভাষ চন্দ্র সাহা। সকাল আট টা নাগাদ ঐ বিভাগের রাফিং মিলের পাঁচ নং স্ট্যান্ডের রোলে কাজ চলার সময় রোলের মধ্যে তার ডান হাত ঢুকে গেলে ঐ হাতের চারটি আঙ্গুল গুরুতর ভাবে জখম হয়েছে । পরে তাকে কোলকাতার এক বেসরকারী হাসপাতালে স্থানান্তিরত করা হয়। অভিযোগ উঠেছে উচ্চ উৎপাদনের তাড়নায় নিরাপত্তা বিধি ভঙ্গ করার ফলে এই দুর্ঘটনা ঘটেছে। হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর পক্ষে বিশ্বরূপ ব্যানার্জি এই দুর্ঘটনার আনুপূর্বিক তদন্ত ও তদন্ত রিপোর্ট সর্বসমক্ষে প্রকাশের দাবি জানানোর সাথে সাথে কর্তৃপক্ষের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন যে একের পর এক মারাত্মক দুর্ঘটনায় শ্রমিক ও আধিকারিকদের প্রানহানি ,অঙ্গহানি হওয়ার পরেও কর্তৃপক্ষের হুঁশ নেই। সেফটি কমিটি কে অকেজ রেখে, ইউনিয়ন গুলির সুপরামর্শ অগ্রাহ্য করে কর্তৃপক্ষ দিনের পর দিন কাজের ক্ষেত্রে নিরাপত্তা কে অগ্রাধীকার দেওয়ার বদলে অবহেলা করে চলেছে। পুরনো যন্ত্রপাতি দিয়ে দিনের পর দিন অত্যুৎপাদনের করানোর ফলে দুর্ঘটনার হার বেড়েই চলেছে। দক্ষ স্থায়ী শ্রমিকের নিয়োগ প্রায় বন্ধ। হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) ও ইউনিয়ন গুলির যৌথ মঞ এর পক্ষে লাগাতার ভাবে কাজের জায়গায় নিরাপত্তার স্বার্থে দুর্গাপুর ইস্পাত কারখানা ও মিশ্র ইস্পাত কারখানার অবিলম্বে আধুনিকিকরন ও সম্প্রসারন এবং দুই কারখানায় দক্ষ স্থায়ী শ্রমিকের নিয়োগের দাবিতে লাগাতার আন্দোলন চলছে।হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর পক্ষ থেকে বিশ্বরূপ ব্যানার্জি আরো মন্তব্য করেছেন যে দুর্গাপুর কে রক্ষা করতে এবং দুই কারখানার শ্রমিকদের নিরাপত্তা ও উৎপাদনের স্বার্থে শ্রমিক ও শ্রমিক পরিবার সহ দুর্গাপুরের মানুষের কাছে আসন্ন লোকসভা নির্বাচনে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে দুর্গাপুর ইস্পাত কারখানা ও মিশ্র ইস্পাত কারখানার অবিলম্বে আধুনিকিকরন ও সম্প্রসারন এবং দুই কারখানায় দক্ষ স্থায়ী শ্রমিকের নিয়োগের দাবি অন্যতম ইস্যু হয়ে উঠতে চলেছে ।

 





No comments:

Post a Comment