Tuesday 5 March 2024

পর পর দুর্ঘটনায় উদ্বিগ্ন সিআইটিইউ : সেইল এর চেয়ারম্যান কে চিঠি।

 


দুর্গাপুর,৫ই মার্চ : গত ২৯শে ফেব্রুঃ দুর্গাপুর ইস্পাত কারখানায় ও ৩রা মার্চ দুর্গাপুরের মিশ্র ইস্পাতে ভয়াবহ দুর্ঘটনায় উদ্বিগ্ন সিআইটিইউ । ঐ দুই দুর্ঘটনায় গুরুতর আহত ৬ জনের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক।ভেন্টিলেশনে চিকিৎসাধীন।গতকাল সিআইটিইউ এর সর্বভারতীয় সম্পাদক তপন সেন সেইলের চেয়ারম্যান কে চিঠি দিয়ে এই বিষয়ে সিআইটিইউ এর মনোভাব ব্যক্ত করে অবিলম্বে তদন্ত করে এই দুই দুর্ঘটনায় দায়ী যারা তাদের চিহ্নিত করার দাবি জানিয়েছেন । একই সাথে তিনি চিঠিতে উল্ল্যেখ করেন যে কি ভাবে কাজের ক্ষেত্রে নিরাপত্তার মানদন্ড ( এসওপি বা স্টাণ্ডার্ড অফ প্র্যাকটিস ) কে উপেক্ষা করে শ্রমিকদের কাজ করতে বাধ্য করার জন্য পর পর দুর্ঘটনায় ঘটছে। তিনি এই বিষয়ে স্টিল ওয়ার্কার্স অফ ইন্ডিয়া(সিআইটিইউ) ও হিন্দুস্থান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ) পক্ষ থেকে সেইলের চেয়ারম্যান কে আগেই প্রেরিত দুই পৃথক  চিঠির উল্ল্যেখ করে কি ভাবে কাজের ক্ষেত্রে নিরাপত্তার নির্দেশিকা উৎপাদনের নামে উল্লঙ্ঘন করা হয়েছে তার সুনির্দিষ্ট উদাহরন তুলে ধরেছেন এই চিঠিতে।

  এদিকে আজ সকালে দুর্গাপুর ইস্পাত কারখানার প্ল্যান্ট সিভিলে হিন্দুস্থান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ) পক্ষ থেকে এক কনভেনশনে ‘সেফটি ফার্স্ট’ নির্দেশিকা কে কাজের প্রয়োগের অধিকার কে স্মরণ করিয়ে কর্মক্ষেত্রে নিরাপত্তার জন্য ঐক্যবদ্ধ লড়াই গড়ে তোলার আহ্বান জানানোর সাথে সাথে যৌথ মঞ্চের আন্দোলন কে সুদৃঢ় করার আহ্বান জানানো হয়। বক্তব্য রাখেন ললিত মোহন মিশ্র,বিশ্বরূপ ব্যানার্জি,সীমান্ত চ্যাটার্জি ও প্রদ্যুত মুখার্জি।









No comments:

Post a Comment