Tuesday, 19 March 2024

দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিক বিক্ষোভ : ইস্পাতনগরীতে মর্মান্তিক পথ দুর্ঘটনা।

 


দুর্গাপুর,১৯শে মার্চ : আজ সকালে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেটে অর্জুন মূর্তির কাছে ইউনিয়ন গুলির পক্ষে যৌথ ভাবে শ্রমিক বিক্ষোভের ডাক দেওয়া হয়। অবিলম্বে পূর্নাঙ্গ বেতন-চুক্তি,বকেয়া ৩৯ মাসের ইনক্রিমেন্ট,সমস্ত ট্রেনীদের স্টাইপেন্ড বৃদ্ধি ও ট্রেড অ্যাপ্রেন্টিস্টদের ট্রেনীং শেষে কাজে নিয়োগের দাবিতে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন রজত দিক্ষিত,নিরঞ্জন রায় ও সীমান্ত চ্যাটার্জি। পরে কর্তৃপক্ষের কাছে যৌথ ভাবে দাবি-সম্বলিত স্মারক লিপি দেওয়া হয়। এদিকে আজ নয়া দিল্লীতে সেইলের কর্পোরেট দফতরে কর্তৃপক্ষের সাথে ইউনিয়ন গুলির এনজেসিএস এর আলোচনা চলছে।

 অন্যদিকে,আজ সকালে ইস্পাতনগরীর আকবর রোডে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রান হারালেন সালমা বিবি(৫০)। আহত দুই।









No comments:

Post a Comment