Friday 8 March 2024

দুর্গাপুর ইস্পাত কারখানায় ক্রমবর্ধমান দুর্ঘটনার সমালোচনায় সরব যৌথ মঞ্চ।

 


দুর্গাপুর,৮ই মার্চ : গত ২৯শে ফেব্রুঃ দুর্গাপুর ইস্পাত কারখানায় ও ৩রা মার্চ দুর্গাপুরের মিশ্র ইস্পাতে ভয়াবহ দুর্ঘটনায় উদ্বিগ্ন সিআইটিইউ । ঐ দুই দুর্ঘটনায়  আহত ৬ জনের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক ছিল।তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় গত ৬ই মার্চ মারা যান দুর্গাপুর ইস্পাত কারখানার শিক্ষানবীশ( ট্রেড অ্যাপ্রেন্টিস্ট ) সর্বসিত ধাঙ্গর।বয়স পঁচিশ। গত ২৯শে ফেব্রুঃ  দুর্গাপুর ইস্পাত কারখানার এসএমএস এর ২নং বিওএফ কনভার্টারে ভয়াবহ বিষ্ফোরনের ফলে গলিত ইস্পাত শপ ফ্লোরে বহু দুর ছড়িয়ে পড়লে কর্মরত দুর্গাপুর ইস্পাতের ই.টি.এল বিভাগের দুই ট্রেড অ্যাপ্রেন্টিস্ট,এক স্থায়ী শ্রমিক,এক ঠিকা শ্রমিক ও এক আধিকারিক দুর্ঘটনার কবলে পড়েন।সেই ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়েছিলেন সর্বসিত ধাঙ্গর। দুর্ঘটনায় তাঁর শরীরের আশি শতাংশ পুড়ে যায়।তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে প্রয়াত সর্বসিত ধাঙ্গরের পরিবারের প্রতি শোক জ্ঞাপন করে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে দুর্গাপুর ইস্পাত কারখানার ট্রেড ইউনিয়ন গুলির যৌথ মঞ্চ । একই সাথে যৌথ মঞ্চের পক্ষ অবিলম্বে প্রয়াত সর্বসিত ধাঙ্গরের পরিবারের এক জনের চাকরি ও উপযুক্ত ক্ষতিপুরনের দাবি জানানো হয়।আজ সকালে যৌথ মঞ্চের আহ্বানে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেটে যৌথ মঞ্চের পক্ষ থেকে আয়োজিত প্রয়াত সর্বসিত ধাঙ্গরের স্মরণে মানব বন্ধন ও পরে শোক সভায় যৌথ মঞ্চের নেতৃবৃন্দ এই দাবি জানান। দুর্গাপুর ইস্পাত কারখানায় ক্রমবর্ধমান দুর্ঘটনায় কর্তৃপক্ষের গয়ংগচ্ছ মনোভাবের তীব্র সমালোচনা করার সাথে সাথে উৎপাদনের ক্ষেত্রে রেকর্ড অগ্রগতি বজায় রাখতে অবিলম্বে কারখানার আধুনিকিকরন ও সম্প্রসারন, ট্রেড অ্যাপ্রেন্টিস্টদের চিকিৎসার সব ধরনের সুবিধা প্রদান ও কর্মক্ষেত্রে সর্বোচ্চ নিরাপত্তা বিধি বাধ্যতামূলক ভাবে মেনে চলার দাবি জানান তারা। বক্তব্য রাখেন ললিত মোহন মিশ্র,সীমান্ত চ্যাটার্জি,রজত দিক্ষিত,সৌমজিত বরুয়া,শম্ভূ প্রামানিক,সুকান্ত রক্ষিত ও মানস দাস।








No comments:

Post a Comment