Monday 4 March 2024

এবার দুর্ঘটনা দুর্গাপুরের মিশ্র ইস্পাতে,গুরুতর আহত এক শ্রমিক।

 



দুর্গাপুর,৪ঠা মার্চ: গতকাল বি-শিফ্টে রাত :৪০ নাগাদ মিশ্র ইস্পাত কারখানার( অ্যালয় স্টিল প্ল্যান্ট) স্টিল মেল্টিং শপের ভ্যাড-এ ল্যাডেল বসানোর সময় আচমকাই ফুটন্ত গলিত ইস্পাত ছিটকে বিভাগের স্থায়ী শ্রমিক ঋষিরাজ দাসের গায়ে এসে পড়ে ও তার সারা শরীর ঝলসে যায়। আশংকাজনক অবস্থায় তাঁকে দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।বর্তমানে তিনি ভেন্টিলেশনে চিকিৎসাধীন।গত ২৯শে ফেব্রুঃ  দুর্গাপুর ইস্পাত কারখানায় ভয়াবহ দুর্ঘটনায় আহত আরো তিন শ্রমিক ভেন্টিলেশনে চিকিৎসাধীন। এই সংবাদ পাওয়ার সাথে সাথে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ) এর মিশ্র ইস্পাত কারখানা শাখার নেতৃবৃন্দ সহ অন্যান্য ইউনিয়নের নেতৃবৃন্দ,স্টিল ওয়ার্কার্স অফ ইন্ডিয়া(সিআইটিইউ) এর সর্বভারতীয় সম্পাদক ললিত মোহন মিশ্র এবং কারখানার সর্বোচ্চ আধিকারিক সহ অন্যান্য আধিকারিকরা। ঋষিরাজ দাসের পরিবারের পাশে থাকছেন নেতৃবৃন্দ। হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ) এর মিশ্র ইস্পাত কারখানা শাখার পক্ষে নবেন্দু সরকার অভিযোগ করেন যে ১৯৬৫ সালে তৈরী মিশ্র ইস্পাত কারখানায় দীর্ঘদিন ধরে আধুনিকিকরণ সম্প্রসারন না ওয়ায়,নিয়োগ না হওয়ার ফলে স্থায়ী শ্রমিক সংখ্যা প্রতিনিয়ত কমে যাওয়া সত্ত্বেও উৎপাদিত মিশ্র ইস্পাতের  গুনমাণ বজায় রাখার চাপে কর্মক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি অবহেলিত হচ্ছে। অবিলম্বে মিশ্র ইস্পাত কারখানার  আধুনিকীকরণ সম্প্রসারন এবং স্থায়ী শ্রমিক নিয়োগ করতে হবে বলে তিনি দাবি জানান। তিনি বলেন যে বর্তমান পৃথিবীতে মিশ্র ইস্পাত উৎপাদন ব্যবস্থা যে আধুনিক পর্যায়ে পৌঁছেচে সেই সময় বহুদিনের পুরানো প্রযুক্তি যন্ত্রপাতি নিয়ে সঠিক গুনমাণ বজায় রাখা কঠিন। আপোষ করা হচ্ছে কর্মক্ষেত্রে নিরাপত্তা।উৎপাদনকে অগ্রাধিকার দিতে গিয়ে শ্রমিকদের ব্যক্তিগত নিরাপত্তার বিষয়গুলিকে উপেক্ষা করা হচ্ছে। ওভারহেড ক্রেন সহ গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির নিয়মিত মেরামতি রক্ষণাবেক্ষণের কাজও অবহেলিত। যার ফলে একাধিক দুর্ঘটনা ঘটছে।তিনি বলেন যে ইউনিয়নের পক্ষ থেকে কর্তৃপক্ষের কাছে এই বিষয়গুলি বারংবার তুলে ধরলেও কোন সুরাহ মেলেনি । ফলে সেইলে  রক্তপাত-হীনইস্পাত উৎপাদনের জন্য কর্তৃপক্ষের প্রতিশ্রুতি কথার কথাই থেকে যাচ্ছে বাড়ছে ক্ষোভ, আতঙ্কিত শ্রমিক পরিবার।তিনি জানিয়েছেন যে আগামী কাল হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ) সহ অন্যান্য ইউনিয়ন গুলি মিলিত ভাবে কর্তৃপক্ষের সাথে এই ভয়াবহ দুর্ঘটনার বিষয় আলোচনায় বসার পরে ভবিষ্যত কর্মসূচী নেওয়া হবে।

  আজ সকালে নেতৃবৃন্দ। হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ) এর পক্ষে বিশ্বরূপ ব্যানার্জি ঐ বেসরকারী হাসপাতালে গিয়ে ঋষিরাজ দাস সহ চিকিৎসাধীন ২৯শে ফেব্রুঃ  দুর্গাপুর ইস্পাত কারখানায় ভয়াবহ দুর্ঘটনায় আহত আরো চার শ্রমিকের চিকিৎসার বিষয়ে খোঁজ-খবর নেন। তিনি উভয় কারখানায় দুর্ঘটনা এড়াতে অবিলম্বে উভয় কারখানায় আধুনিকিকরণ ও সম্প্রসারনের দাবি জানান। স্টিল ওয়ার্কার্স অফ ইন্ডিয়া(সিআইটিইউ) এর সর্বভারতীয় সম্পাদক ললিত মোহন মিশ্র ইতিমধ্যেই সেইলের চেয়ারম্যান কে চিঠি দিয়ে ২৯শে ফেব্রুঃ  দুর্গাপুর ইস্পাত কারখানায় ভয়াবহ দুর্ঘটনার আনুপূর্বিক তদন্তের দাবি জানানোর পাশাপাশি আধুনিকিকরণ ও সম্প্রসারনের দাবি জানিয়েছেন। অন্যদিকে সেইলের এনজেসিএস এর সাব কমিটির সভা ১১ই মার্চ এর পরিবর্তে ১৯শে মার্চ হবে বলে সেইল কর্তৃপক্ষ জানিয়েছে।









    


No comments:

Post a Comment