Monday 1 July 2013

উত্তরাখন্ডের ত্রানসংগ্রহে তৃণমূলী বাইক-বাহিনীর হামলা । দুর্গাপুর ,৩০শে জুন

সম্প্রতি উত্তরাখন্ডের ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলায় ক্ষতিগ্রস্হদর সাহায্যের জন্য সিপিআইএম-এর পক্ষ থেকে সারা ভারত জুড়ে ত্রান সংগ্রহ করার কাজ চলেছে ।পার্টির দুর্গাপর ১এ জোনালের পক্ষ থেকে  প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে  পার্টি-কর্ম্মীরা সকাল থেকেই ইস্পাতনগরীর বাড়ীতে বাড়ীতে গিয়ে অর্থ-সংগ্রহ করেছিলেন ,  মানুষ আন্তরিকভাবে মুক্তহস্তে দান করছিলেন । মানুষের স্বতস্ফূর্ততায় ভীত হয়ে  তৃণমূলী বাইক-বাহিনী ৪ নং পৌর-ওয়ার্ড অঞ্চলের ভারতী,নাগার্জুন ও জয়দেব রোডে হামলা চালায় এবং ত্রান-সংগ্রহ বন্ধ করে দেয় । নাগার্জুন রোডে বাইক-বাহিনী ডি.ওয়াই.এফ.আই - এর প্রাক্তন জোনাল সভাপতি মৃনাল মুখার্জী -কে মারধোর করে । হামলা-হুমকী উপেক্ষা করে অন্যান্য অঞ্চলে ত্রানসংগ্রহ চলেছে । ঘটনার পরে   পার্টি-নেতৃত্বর পক্ষ থেকে পুলিশকে জানান হলে ,ওসি বাড়ীতে গিয়ে অর্থ-সংগ্রহের যৌক্তিতার প্রশ্ন তোলেন । এক সাংবাদিক-সন্মেলনে , সি.পি.আই.এম এর দুর্গাপুর  ১এ জোনাল সস্পাদক কমঃ সন্তোষ দেবরায় এই ঘটনার তীব্র নিন্দা করে পুলিশের ভুমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন । 



No comments:

Post a Comment