Monday 22 July 2013

প্রগতিশীল সাংস্কৃতিক মঞ্চের কনভেনশন ।

দুর্গাপুর ২২শে জুলাই :  আজ , ইস্পাতনগরী ও সংলগ্ন সেপকো টাউনশীপের বিভিন্ন সাংস্কৃতিক     সংগঠনকে নিয়ে তৈরী ," দুর্গাপুর প্রগতিশীল সাংস্কৃতিক মঞ্চ" -এর কনভেনশন অনুষ্ঠিত হোল স্হানীয় চিলন্ড্রেন্স এ্যাকাডেমির প্রেক্ষাগৃহে । দুর্গাপুর সহ সমগ্র পঃ বঙ্গ  জুড়ে যে অসামাজিক কার্যকলাপ চলেছে , সাংস্কৃতিক জগৎও তার শিকার হচ্ছে । প্রসংগত, সাম্প্রতিক কালে দুর্গাপুর ইস্পাত কারখানার ভবন-কর্তৃপক্ষ গণনাট্য সংঘের ইস্পাত শাখাকে নাট্যপ্রদর্শনীর অনুমতি নিয়ে টালবাহানা করছেন । 

              কনভেনশনে বিভিন্ন বক্তারা , এই পরিস্হিতিতে শিল্পী-সাহিত্যিকদের ঐক্যবদ্ধ প্রয়াসের মধ্য দিয়ে জনমানসে প্রতিবাদের তরঙ্গ সৃষ্টির আহ্বান জানান । শ্রী সলিল দাসগুপ্ত , কবিরঞ্জন দাসগুপ্ত , অশোক দাসগুপ্ত , অশোক দাস , কানাই বিশ্বাস , বনানী ভট্টাচার্য  ও প্রগতিশীল সাংস্কৃতিক মঞ্চের সম্পাদক রমেন  দাস বক্তব্য রাখেন । কনভেনশনে সভাপতিত্ব করেন মঞ্চের সভাপতি  শ্রী নির্মাল্য ঘোষ । কনভেনশনে , DSP-কর্তৃপক্ষকে  ইস্পাত কারখানার ভবনগুলিকে  সাংস্কৃতিক কার্যকলাপে ব্যবহার করার দাবী জানিয়ে ডেপুটেশন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এবং নভেম্বর -বিপ্লব উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্মসূচী গ্রহন করা হয়েছে । 

No comments:

Post a Comment