Saturday 13 July 2013

ভাবগম্ভীর পরিবেশে পালিত হোল কমরেড নিমাই অধিকারীর ৩২-তম শহীদ দিবস ।

দুর্গাপুর ১৩ই জুলাই :১৯৮০ সালের ১৩ই জুলাই দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেটে কংগ্রসী-ঘাতকবাহিনীর খুন হয়েছিলেন  দুর্গাপুর ইস্পাতের ঠিকা মজদুরদের সংগঠন UCWU-র অন্যতম সংগঠক কমরেড নিমাই অধিকারী। 

             সেই ঘটনাকে স্মরন করে প্রতিবছরের মতো এবছরেও দুর্গাপুর ইস্পাতের ঠিকা ও স্হায়ী শ্রমিকরা পালন করলেন  কমঃ নিমাই অধিকারীর  শহীদ দিবস । সকালে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেটে শহীদবেদীতে মাল্যদান করেন কমঃ জি এস দাস , বিভুতি দাস মন্ডল , সন্তোষ দেব রায় , নিমাই ঘোষ , অরুন চৌধুরী ,লাল্টু সেনগুপ্ত , প্রীতম দে , পি এস ঘোষ  প্রমূখ । 

         বিকালে UCWU-র অফিস-সংলগ্ন ট্রাঙ্ক রোড  ময়দানে শুরু হোল শহীদ নিমাই অধিকারী ও পরিতোষ ভট্টাচার্য স্মৃতি এবং মহঃ রফিক ফেয়ার প্লে ট্রফি ফুটবল প্রতিযোগীতা । ১৪টি দল এই টুর্নামেন্টে অংশ নেবেন । ২৫ বছর ধরে চলে আসা এই টুর্নামেন্টের ফাইনাল খেলা হবে আগামী ৬ই আগষ্ট । 

















No comments:

Post a Comment