Wednesday 11 January 2017

অ্যালয় স্টিল প্ল্যান্ট ও দুর্গাপুর ইস্পাত বাঁচাতে দুর্গাপুরে লাগাতার আন্দোলন চলছে ।



দুর্গাপুর,১১ জানুঃ  – গত ৯ই জানুঃ দুর্গাপুরের সিটি সেন্টারে ,” শিল্প বাঁচাও -  এ.স.পি বাঁচাও – ডি.এস.পি বাঁচাও – আমাদের গর্বের শহর দুর্গাপুর বাঁচাও “ – এই দাবীতে সি.আই.টি.ইউ-আই.এন.টি.ইউ.সি-এ.আই.টি.ইউ.সি-বি.এম.এস- এ.আই.ইউ.টি.ইউ.সি- টি.ইউ.সি.সি এর যৌথ মঞ্চের ডাকে শয়ে শয়ে শ্রমিক-কর্মচারী সহ সমাজের অন্যান্য অংশের মানুষ সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত গন অনশনের কর্মসূচীতে যোগ দেন । 

অ্যালয় স্টিল প্ল্যান্টের নেতিবাচক পরিনতি হলে সরাসরি প্রভাব পড়বে,ক্ষতিগ্রস্হ হবে দুর্গাপুর ইস্পাত কারখানা । সামগ্রিক ভাবে অ্যালয় স্টিল প্ল্যান্ট ও দুর্গাপুর ইস্পাত কারখানার যে কোন খারাপ পরিনতি শুধুমাত্র দুর্গাপুর নয় বর্ধমান জেলা সহ রাজ্যের অর্থনীতিতে অত্যন্ত বিরূপ প্রতিক্রিয়া ফেলবে এবং দুর্গাপুর শহর নিশ্চিত ধ্বংসের মুখোমুখি হবে । তাই  অ্যালয় স্টিল প্ল্যান্ট ও দুর্গাপুর ইস্পাত বাঁচাতে দুর্গাপুরে লাগাতার আন্দোলন চলছে । 
এর বিরুদ্ধে লড়াই এ নেমেছে সি.আই.টি.ইউ-আই.এন.টি.ইউ.সি-এ.আই.টি.ইউ.সি-বি.এম.এস- এ.আই.ইউ.টি.ইউ.সি- টি.ইউ.সি.সি । যৌথ কনভেনশন করে আন্দোলনের কর্মসূচী গ্রহন করা হয়েছে । 
যৌথ মঞ্চের পক্ষে আগামী ১৮ই জানুঃ অ্যালয় স্টিল প্ল্যান্ট থেকে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেট পর্যন্ত মহামিছিলের ডাক দেওয়া হয়েছে ।

আজ সন্ধ্যায় দুর্গাপুর স্টেশন যৌথ মঞ্চের পক্ষ থেকে পথসভায় বহু উৎসুক্য মানুষ ধৈর্য ধরে বক্তব্য শোনেন । লিফলেট বিলি করা হয় । বক্তব্য রাখেন সি.আই.টি.ইউ এর বর্ধমান জেলার সভাপতি বিনয়কৃষ্ণ চক্রবর্তী , রামপঙ্কজ গাঙ্গুলী ও বিশ্বরূপ ব্যানার্জী ( হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন, সি.আই.টি.ইউ ), স্বপন ব্যানার্জী ( আই.এন.টি.ইউ.সি ),রবি ঠাকুর ( এ.আই.টি.ইউ.সি ),তাপস মাজি ( এ.এস.পি.সি.ইউ ), হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি রথীন রায় ও দুর্গাপুর ( পূর্ব ) এর সি.পি.আই.(এম) বিধায়ক সন্তোষ দেবরায় ।সভাপতিত্ব করেন বিনয়কৃষ্ণ চক্রবর্তী ।









No comments:

Post a Comment