Sunday 8 January 2017

অ্যালয় স্টিল প্ল্যান্ট সহ শিল্প বাঁচাতে দুর্গাপুর বাঁচাতে জেলা জুড়ে যুবরা আন্দোলন গড়ে তুলবে ।




দুর্গাপুর,৮ই জানুঃ – আজ সন্ধ্যায়, ইস্পাতনগরীর চন্ডিদাস বাজারে এক বিশাল পথসভায় একথা জানালেন ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশন এর বর্ধমান জেলা কমিটির সম্পাদক পরেশ মন্ডল । তিনি বলেন ভারতের ‘ রূঢ় ‘ অঞ্চল বলে খ্যাত দুর্গাপুর শিল্পাঞ্চল জেলা সহ রাজ্যের কর্মসংস্হানের অন্যতম  ক্ষেত্র । সেই দুর্গাপুর শিল্পাঞ্চল , রাজ্য ও কেন্দ্রীয় উভয় সরকারের শিল্প-বিরোধী নীতির জন্য ভয়ংকর ভাবে সংকটাপন্ন । তিনি স্মরণ করিয়ে দেন যে দেশের প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী উভয়ে নিবার্চনী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যথাক্রমে বছরে ২ কোটি ও ১০ লক্ষ বেকারের চাকরী দেবেন । সেই প্রতিশ্রুতি কোথায় গেল ? উল্টে কেন্দ্র ও রাজ্য সরকারের নীতির ফলে একের পর এক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে । রাষ্ট্রায়ত্ব কারখানা কে বিক্রী করার সিদ্ধান্ত নিয়ে বেসরকারীকরনের নামে দেশের সম্পদ লুঠ করার রাস্তা করে দেওয়া হচ্ছে । অ্যালয় স্টিল প্ল্যান্ট ও দুর্গাপুর স্টিল প্ল্যান্ট বাঁচানোর লড়াই এর প্রতি ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশন এর বর্ধমান জেলা কমিটির পূর্ণ সংহতি জানিয়ে তিনি তীব্র গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান । এছাড়াও বক্তব্য রেখেছেন ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশন এর দুর্গাপুর ইস্পাত জোনালের সভাপতি বিশ্বজিত ধর চৌধুরী ও হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর পক্ষে বিজয় সাহা । সভাপতিত্ব করেন বিশ্বজিত ধর চৌধুরী । উপস্হিত ছিলেন ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশন এর দুর্গাপুর ইস্পাত জোনালের সম্পাদক পলাশ ব্যানার্জী সহ অন্যান যুব নেতৃবৃন্দ ।

এদিকে , আগামীকাল দুর্গাপুরের সিটি সেন্টারে এস.ডি.ও দফ্তরের সামনে অ্যালয় স্টিল প্ল্যান্ট ও দুর্গাপুর স্টিল প্ল্যান্ট বাঁচানোর দাবীতে , সি.আই.টি.ইউ সহ অন্যান্য কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সম্মিলিত ভাবে সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত গন অনশনের কর্মসূচী নিয়েছে ।


No comments:

Post a Comment