Friday 13 January 2017

মেহেনতী মানুষের সংগ্রামে এস.কে.এন চৌধুরীর অসামান্য ভূমিকা ভবিষ্যৎ প্রজন্মের কাছে শিক্ষনীয় হয়ে থাকবে : অমল হালদার




দুর্গাপুর,১৩ই জানুঃ : বিষন্নতা ,বিষাদের সুরে গত ১৩ই ডিসেঃ  ইস্পাতনগরী দুর্গাপুর বিদায় জানিয়েছিল প্রিয় নেতা সুনীল কান্তি নারায়ন চৌধুরী ,মানুষের কাছে তিনি এস.কে.এন চৌধুরীর নামেই সমাধিক পরিচিত ছিলেন । কনকনে ঠান্ডায় ইস্পাতনগরীর তিলক রোডে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন এর অ্যালয় স্টিল প্ল্যান্ট শাখার দফ্তর সংলগ্ন ময়দানে আজ বিকাল ছুঁয়ে সন্ধ্যায় জনাকীর্ণ শোকসভায় কাতারে কাতারে মানুষ ভীড় বুঝিয়ে দিল মেহেনতী ও গনতন্ত্রপ্রিয় মানুষের কত আপনজন ছিলেন তিনি ।উপস্হিত ছিলেন অ্যালয় স্টিল প্ল্যান্ট ও দুর্গাপুর কারখানার শ্রমিকরা সহ দুর্গাপুরে  সর্বস্তরের মানুষের । ভীড় জানান দিল তিনি কেবল ট্রেড ইউনিয়ন অথবা পার্টি নেতা ছিলেন তাই নয় ,তিনি হয়ে উঠেছিলেন তাদের আপনজন । নেতৃবৃন্দের বক্তব্যে উঠে এল সাথে ট্রেড ইউনিয়ন অথবা পার্টি প্রতিষ্ঠা করার সাথে সাবলীল ভাবে  সমবায়-বিজ্ঞান-সাক্ষরতা আন্দোলন নেতৃত্ব দিয়েছেন । ইস্পাতনগরীর বুকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্টর সংগঠন গড়ে তোলার ক্ষেত্রেও তিনি অন্যবদ্য ভূমিকা পালন করেছিলেন । তাঁর কর্মস্হল অ্যালয় স্টিল প্ল্যান্ট এর ভবিষ্যৎ আজ বিপন্ন । বিক্রী করার চেষ্টা চলছে । এর বিরুদ্ধে গড়ে উঠেছে যৌথ শ্রমিক আন্দোলন । ২০০২ সালে বিগত বিজেপি-এনডিএ সরকারের আমলে অ্যালয় স্টিল প্ল্যান্ট কে এমনি ভাবে বিক্রী করার চেষ্টা ব্যর্থ করার জন্য অ্যালয় স্টিল প্ল্যান্ট সফল যৌথ শ্রমিক আন্দোলনের অন্যতম সেনাপতি ছিলেন তিনি । বিরোধীদের কাছেও তিনি  সমানভাবে আস্হাভাজন ও শ্রদ্ধার পাত্র ছিলেন । অ্যালয় স্টিল প্ল্যান্ট কে ক্রমান্বয়ে বঞ্চনার করার ইতিহাস , তিনি প্রাঞ্জলভাবে লিপিবদ্ধ করেন তাঁর লিখিত ,” এ.এস.পি-র হত্যাকান্ড : তদন্তে ঐ শিল্পের এক মজুর “ বইটি তে ।
 অমল হালদার বলেন যে মেহেনতী মানুষের সংগ্রামে এস.কে.এন চৌধুরীর সহ সেই প্রজন্মের নেতৃত্ব লড়াই শুরু করে ছিলেন,সেই লড়াই এর ব্যাটন ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে দেওয়ার জন্য নিজেদের যোগ্য করে তোলার মধ্য দিয়েই এস.কে.এন চৌধুরীর প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে ।
এছাড়াও বক্তব্য রাখেন রথীন রায়,সন্তোষ দেবরায়,জীবন রায়,অর্ধেন্দু দাক্ষী,বিকাশ ঘটক প্রমূখ ।














No comments:

Post a Comment