Friday 6 January 2017

অ্যালয় স্টিল প্ল্যান্ট ও দুর্গাপুর ইস্পাত কারখানা না বাঁচলে,দুর্গাপুর বাঁচবে না -লড়াই তীব্রতর হচ্ছে ।



দুর্গাপুর,৬ই জানুঃ – শিল্পনগরী দুর্গাপুর ভয়াবহ পরিনতির দিকে এগিয়ে চলেছে । নতুন শিল্প আসা দুরে থাক , চলতি প্রায় সমস্ত কারখানা ( রাষ্ট্রায়ত্ব সংস্হা ও বেসরকারী উভয় ) সংকটাপন্ন হয়ে পড়েছে । ইতিমধ্যে ৬টি রাষ্ট্রায়ত্ব কারখানা সহ ২২টি কারখানা বন্ধ হয়ে গেছে । হাজার হাজার শ্রমিক কাজ হারিয়েছে , শ্রমিক পরিবার গুলি অবর্ণনীয় দুর্দশায় পড়েছে । দুর্গাপুরের সমগ্র অর্থনীতি শিল্পের উপর নির্ভরশীল । দুর্গাপুর শিল্পাঞ্চলে উপর সামগ্রিকভাবে অনেকটাই  নির্ভরশীল বর্ধমান জেলা সহ রাজ্যের অর্থনীতি । এরই মধ্য রাজ্য সরকার দুর্গাপুর কেমিক্যালসের ১০০% বিলগ্নীকরন ও ডিপিএল এর কোকওভেন বন্ধ করেছে ।অন্যদিকে কেন্দ্রীয় সরকার মহারত্ন স্টিল অথরিটি অফ ইন্ডিয়া সংক্ষেপে সেইলে এর বিশেষ ধরনের ইস্পাত উৎপাদক কারখানা অ্যালয় স্টিল প্ল্যান্ট সহ সালেম ও ভদ্রাবতী স্টিল প্ল্যান্ট কে ‘ স্ট্র্যাটেজিক সেল ‘ করতে চেয়ে নিলামে চড়াতে চাইছে । দুর্গাপুর ইস্পাত কারখানার সম্প্রসারন-আধুনিকীকরনের জন্য প্রয়োজনীয়  বরাদ্দ করে নি ।   

ইতিমধ্যে অ্যালয় স্টিল প্ল্যান্ট ও দুর্গাপুর ইস্পাত কারখানা বাঁচাতে দুর্গাপুরে , সি.আই.টি.ইউ-আই.এন.টি.ইউ.সি-এ.আই.টি.ইউ.সি-বি.এম.এস-টি.ইউ.সি.সি-এ.আই.ইউ.টি.ইউ.সি যৌথ কনভেনশন করে লড়াই-আন্দোলন তীব্রতর করার সিদ্ধান্ত নিয়েছে এবং আগামী ৯ই জানুঃ এস.ডি.ও দফ্তরে ( সিটি সেন্টার ) গন অনশন কর্মসূচী ও ১৮ই জানুঃ অ্যালয় স্টিল প্ল্যান্ট থেকে দুর্গাপুর ইস্পাত কারখানা পর্যন্ত মহা মিছিলের ডাক দিয়েছে । এই কর্মসূচী কে সফল করার আহ্বান জানিয়ে আজ সন্ধ্যায় ব্যস্ততম বেনাচিতি বাজার এর কাইজার মোড়ে এক পথ সভায় বক্তব্য রাখেন গন আন্দোলনের নেতৃত্ব তরুন বাগচী , সি.আই.টি.ইউ এর পক্ষে মলয় ভট্টাচার্য , স্বপন মজুমদার , নিমাই ঘোষ ও তাপস মাজি , আই.এন.টি.ইউ.সি এর পক্ষে মনিলাল সিংহ ও অসীম সাহা এবং এ.আই.ইউ.টি.ইউ.সি  এর পক্ষে বাবলা ভট্টাচার্য । সভাপতিত্ব করেন তরুন বাগচী । । উপস্হিত ছিলেন দুর্গাপুর ( পূর্ব ) এর সি.পি.আই.(এম) বিধায়ক সন্তোষ দেবরায় , রথীন রায় , নির্মল ভট্টাচার্য , সুবীর সেনগুপ্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ ।





No comments:

Post a Comment