Sunday 15 January 2017

আগামী ১৮ই জানুঃ মহা মিছিলের জন্য জোর প্রস্তুতি চলছে ।


দুর্গাপুর,১৫ই জানুঃ - অ্যালয় স্টিল প্ল্যান্ট ও দুর্গাপুর ইস্পাত কারখানা বাঁচাও,দুর্গাপুর বাঁচাও – এই দাবীতে সি.আই.টি.ইউ সহ অন্যান্য ট্রেড ইউনিয়ন সমূহের যৌথ মঞ্চের ডাকে আগামী ১৮ই জানুঃ মহা মিছিলের জন্য জোর প্রস্তুতি চলছে । ১৮ই জানুঃ মহা মিছিলের সফল করার জন্য উভয় কারখানার বিভাগে বিভাগে , ইস্পাতনগরী সহ সংলগ্ন গ্রামাঞ্চলে চলেছে ছোট ছোট সভা । আজ রবিবার,ইস্পাতনগরীর দুটি বাজার আশীষ মার্কেটে ও চন্ডিদাস বাজারে দুটি বড় পথসভা হয় যথাক্রমে সকাল ও সন্ধ্যায় । আশীষ মার্কেটের পথসভায় বক্তব্য রেখেছেন আমীর হায়দার ( এ.আই.টি.ইউ.সি),মনিলাল সিনহা ও অসীম সাহা ( আই.এন.টি.ইউ.সি) এবং এইচ.এস.ই.ইউ (সি.আই.টি.ইউ ) এর পক্ষে গুরুপ্রসাদ ব্যানার্জী ও বিশ্বরূপ ব্যানার্জী । সভাপতিত্ব করেন আমীর হায়দার ।  চন্ডিদাস বাজারের পথসভায় বক্তব্য রেখেছেন বিশ্বনাথ মন্ডল ( এ.আই.ইউ.টি.ইউ.সি), মনিলাল সিনহা ও সুব্রত ভট্টাচার্য্য ( আই.এন.টি.ইউ.সি) এবং এইচ.এস.ই.ইউ (সি.আই.টি.ইউ ) এর পক্ষে কবিরঞ্জন দাসগুপ্ত , বিজয় সাহা ও অরুন চৌধুরী । সভাপতিত্ব করেন কবিরঞ্জন দাসগুপ্ত ।






No comments:

Post a Comment