Thursday 15 February 2018

দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতাল সহ চিকিৎসা পরিষেবার দুরাবস্হার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সি.আই.টি.ইউ এর বিক্ষোভ ।




দুর্গাপুর,১৫ই ফেব্রুঃ : আজ দুর্গাপুর ইস্পাত কারখানার চিকিৎসা পরিষেবার ক্রমাবনতির বিরুদ্ধে এইচ.এস.ই.ইউ(সি.আই.টি.ইউ) ও অবসরপ্রাপ্তদের সংগঠনের এর পক্ষ থেকে যৌথভাবে দুর্গাপুর ইস্পাতের মেইন হাসপাতালে গণ অবস্হান-বিক্ষোভ কর্মসূচী পালন করা হয় । এইচ.এস.ই.ইউ(সি.আই.টি.ইউ) এর পক্ষ অভিযোগ যে ১৯৯১ সালে নয়া অর্থনৈতিক নীতি গ্রহনের পর থেকেই দুর্গাপুর ইস্পাত কারখানার চিকিৎসা পরিষেবার ক্রমাবনতি হয়েছে এবং বর্তমানে ভয়াবহ আকার নিয়েছে । ৬০০ বেডের মেইন হাসপাতালে প্রতি বছরে বর্হিবিভাগে প্রায় ১০ লক্ষ চিকিৎসা করান এবং প্রায় ৩০ হাজার রোগী ভর্তি হয় । অথচ এই বিপুল পরিমানে রোগীদের চিকিৎসার জন্য মেইন হাসপাতাল সহ ৩ টি হেলথ সেন্টার ও প্ল্যান্ট মেডিক্যালের চিকিৎসা পরিষেবার জন্য নার্সিং স্টাফ,ফার্মাসিষ্ট, ডাক্তার ও বিশেষজ্ঞ ডাক্তার অপ্রতুল । অন্যান্য মেডিক্যাল ও টেকনিক্যাল স্টাফের সংখ্যা তথৈবচ । অত্যন্ত প্রয়োজনীয় ট্রমা সেন্টার হয় নি । চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন যন্ত্রপাতি অপ্রতুল এবং  যথাযথ রক্ষণাবেক্ষন হচ্ছে না । নিম্ন মানের ওষুধ সরবরাহ করা হচ্ছে । হাসপাতালে দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিক-কর্মচারী ও অবসরপ্রাপ্ত ,তাদের পরিবারবর্গদের সাথে দুর্গাপুরে অন্যান্য কেন্দ্রীয় ও রাজ্য সংস্হা এবং মেডিক্লেমের রোগীদের চিকিৎসা হয় । বহিরাগত ও মেডিক্লেমের রোগীদের চিকিৎসা-বাবদ বছরে হাসপাতালের আয় প্রায় ৪-৫ কোটি টাকা । এইচ.এস.ই.ইউ(সি.আই.টি.ইউ) এর পক্ষ লাগাতার আন্দোলনের চাপে মাঝে মাঝে বিভিন্ন প্রতিশ্রুতি দিলেও প্রকৃতপক্ষে দুর্গাপুর ইস্পাত কারখানা ও সেইল কর্তৃপক্ষ দুর্গাপুর ইস্পাত কারখানার চিকিৎসা পরিষেবার উন্নতির জন্য কোন ব্যবস্হা নেয় নি বলে এইচ.এস.ই.ইউ(সি.আই.টি.ইউ) এর পক্ষে বিশ্বরূপ ব্যানার্জী অভিযোগ করেন । এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের ইস্পাত মন্ত্রকের চাপ আছে বলে দুর্গাপুর ইস্পাত কারখানা ও সেইল কর্তৃপক্ষ দায় এড়াতে চাইছে বলেও তিনি অভিযোগ জানান । সি.আই.টি.ইউ এর সর্বভারতীয় সম্পাদক ও রাজ্যসভার সাংসদ তপন সেন এ বিষয়ে সেইল কর্তৃপক্ষ কে চিঠি দিয়ে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহনের দাবী জানালে সমস্যা মেটানোর আশ্বাস মিললেও কোন প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয় নি বলে বিশ্বরূপ ব্যানার্জী অভিযোগ করেন । সেই কারনেই আজকের অবস্হান বিক্ষোভ । দাবী না মিটলে ভবিষ্যৎে লাগাতার আন্দোলনের দিকে এইচ.এস.ই.ইউ(সি.আই.টি.ইউ) যাবে বলে তিনি জানান । আজকের সমাবেশে বক্তব্য রাখেন  কবিরঞ্জন দাসগুপ্ত ,কাজল মজুমদার ,মলয় ভট্টাচার্য,অশোক চক্রবর্তী,প্রকাশতরু চক্রবর্তী ও স্বপন মজুমদার । সমাবেশে চলাকালীন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে দাবী সম্বলিত স্মারকলিপি জমা দেওয়া হয় । বর্হিবিভাগে অবসরপ্রাপ্তদের দু-বেলা দেখানোর বিষয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে আশ্বাস মিলেছে ।

No comments:

Post a Comment