Saturday 10 February 2018

কেন্দ্র-রাজ্য বাজেট ধনী ও দরিদ্রের মধ্যে ব্যবধান আরও বৃদ্ধি করবে : পার্থ মুখার্জী




দুর্গাপুর , ১০ই ফেব্রুঃ : আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর চন্ডিদাস বাজারে পার্টির দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির পক্ষে আয়োজিত এক জনাকীর্ণ পথসভায় একথা বলেন ।তিনি বলেন কেন্দ্রীয় বাজেটে যে ভাবে সামাজিক ও কৃষি ক্ষেত্রে ব্যয়-বরাদ্দ কমানো হয়েছে , তার পরিনামে দেশের শ্রমজীবি মানুষের জীবন-জীবিকার ক্ষেত্রে ভয়াবহ পরিনতি ডেকে আনবে । অন্যদিকে কর্পোরেট ট্যাক্স কমিয়ে ধনীদের তোষনের ফলে সরকারি কোষাগারে ঘাটতি আরও বাড়িয়ে দেবে ।রাজ্যে কে রেল বাজেটে বঞ্চনার তীব্র সমালোচনা করে তিনি আগামী ১৬ই ফেব্রুঃ রেল-রোকো আন্দোলন সফল করার আহ্বান জানান । অন্য দিকে রাজ্য বাজেটেও যেভাবে কেন্দ্রীয় বাজেটের মত ব্যয়-বরাদ্দ কমিয়ে যে ভাবে ধনীদের বিভিন্ন ছাড় দেওয়া হয়েছে , তা তুলে ধরে উভয় সরকারের গরীব মানুষ বিরোধী অবস্হানের বিরুদ্ধে তীব্র লড়াই গড়ে তোলার আহ্বান জানান । এছাড়াও বক্তব্য রাখেন স্বপন সরকার ।



No comments:

Post a Comment