Friday 9 February 2018

জমি ও কোয়ার্টার লিজ-লাইসেন্স ও সুষ্ঠ নাগরিক পরিষেবার দাবীতে ইস্পাত শ্রমিকদের জমায়েত ।





দুর্গাপুর , ৯ই ফেব্রুঃ : আজ দুপুরে , দুর্গাপুর ইস্পাত কারখানার নগর প্রশাসনিক দফ্তরের ( টি.এ.বিল্ডিং ) সামনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ )-আই.এন.টি.ইউ.সি-এ.আই.টি.ইউ.সি- এ.আই.ইউ.টি.ইউ.সি - স্টিল এমপ্লয়িজ ফোরাম – লাইসেন্সিং অ্যাসোসিয়েশনের যৌথ আহ্বানে অবিলম্বে জমি-মাফিয়াদের হাত থেকে দুর্গাপুর ইস্পাত কারখানার উদ্বৃত্ত জমি উদ্ধার করে চাকুরীরত ও অবসরপ্রাপ্ত সমস্ত ধরনের ইস্পাত ও আনুষাঙ্গিক শ্রমিক-কর্মচারীদের সমবায় প্রথায় জমির লিজিং, কোয়ার্টার লিজিং-লাইসেন্সিং ও সুষ্ঠ নাগরিক পরিষেবার দাবীতে এক বিশাল জমায়েত হয় । বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জী,কাজল মজুমদার,বিশ্বজিত বিশ্বাস,বিপ্লব দত্ত , সুরেশ মুখার্জী প্রমূখ । জমায়েত চলাকালীন  এক যৌথ প্রতিনিধি দল দুর্গাপুর ইস্পাত কারখানার নগর প্রশাসনিক দফ্তরে দাবী সম্বলিত স্মারক লিপি জমা দিয়ে , অবিলম্বে ব্যবস্হা গ্রহনের জন্য দাবী জানান । পরে প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়েছে কর্তৃপক্ষ আগামী ১৫ দিনের মধ্যে দাবী গুলির বিষয়ে মতামত জানানোর আশ্বাস দিয়েছে ।



No comments:

Post a Comment