Monday 26 February 2018

ভারতের আর্থিক প্রতিষ্ঠান গুলি ভেঙ্গে ফেলার গভীর ষরযন্ত্র চলছে : ডঃ অসীম দাসগুপ্ত




দুর্গাপুর,২৬শে ফেব্রুঃ : আজ সন্ধ্যায় , ইস্পাতনগরীর নেতাজী ভবনে পার্টির দুর্গাপুর ইস্পাত ১নং এরিয়া কমিটির উদ্যোগে আয়োজিত কেন্দ্রীয় ও রাজ্য বাজেটে এবং প্রস্তাবিত এফআরডিআই বিলের উপর আলোচনা  করতে গিয়ে একথা বলেন ডঃ অসীম দাসগুপ্ত । তিনি বলেন সাম্প্রতিক নীরব মোদি সহ অন্যান্য ব্যাঙ্ক কেলেকাংরী এবং ব্যাঙ্কের  প্রায় ১০ লক্ষ কোটি টাকার অনাদায়ী ঋন ভারতের রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কিং ব্যবস্হা কে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে । কেন্দ্রীয় সরকার এর বিরুদ্ধে ব্যবস্হা না নিয়ে , এফআরডিআই বিল এনে লক্ষ লক্ষ ক্ষুদ্র আমানতকারিদের সর্বস্বান্ত করার দিকে ঠেলে দিতে চাইছে । এই ভয়ংকর সর্বনাশ ঠেকাতে তিনি প্রতিরোধের আহ্বান জানান ।
এর আগে তিনি কেন্দ্রীয় ও রাজ্য বাজেটের বিশ্লেষন করে কিভাবে উভয় বাজেট রাষ্ট্রায়ত্ব সংস্হা – শ্রমিক-সাধারন মানুষের স্বার্থ বিরোধী নীতি নিয়েছে , তা তুলে ধরেন । এছাড়াও বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জি । সভাপতিত্ব করেন রথীন করেন ।








No comments:

Post a Comment