Tuesday 27 February 2018

প্রবল গন আন্দোলনের চাপে ডিপিএল হামলার মূল পান্ডা কে পুলিশ অবশেষে গ্রেফতার করল ।




দুর্গাপুর,২৭ শে ফেব্রুঃ : প্রবল গন আন্দোলনের চাপে অবশেষে পুলিশ ডিপিএল হামলার মূল পান্ডা তৃণমুলের নেতা নয়ন মালাকার কে গত কাল রাতে গ্রেফতার করল । আজ তাকে দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করলে ,বিচারপতি তাকে আগামী ৭ই মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন । গত ২৪শে ফেব্রুঃ ডিপিএল এর প্রশাসনিক ভবনের গেটে বিদ্যুৎ এর চড়া মাসুল বৃদ্ধি ও অস্বাভাবিক সিকিউরিটি ডিপোজিট জমার নির্দেশের বিরুদ্ধে ১৩টি গন সংগঠনের ডাকে পুলিশি অনুমতিতে শান্তিপূর্ন বিক্ষোভ চলার সময় তৃণমুলের নেতা নয়ন মালাকার একদল সশস্ত্র তৃণমূলী দুষ্কৃতি পুলিশের উপস্হিতিতে  নৃশংস হামলায় । এই হামলায় দুর্গাপুর ( পূর্ব ) এর বিধায়ক সন্তোষ দেবরায় সহ বেশ কয়েকজন যুব কর্মী গুরুতর আহত হন । তাদের হাসপাতালে ভর্তি করতে হয় । এই ঘটনায় ১৩টি গন সংগঠনের পক্ষ থেকে  নয়ন মালাকার সহ মোট ২৫ জনের বিরুদ্ধে এফ.আই.আর করা হয় ।
এদিন বিধানসভায় এই হামলায় দুর্গাপুর ( পূর্ব ) এর বিধায়ক সন্তোষ দেবরায় সহ বেশ কয়েকজন যুব কর্মী গুরুতর আহত হওয়ার ঘটনায় সরব হন সি.পি.আই.এম বিধায়ক ( জামুরিয়া ) জাহানরা বেগম । তিনি প্রশ্ন তোলেন যে পুলিশি অনুমতিতে শান্তিপূর্ন বিক্ষোভ-সমাবেশ চলার সময় পুলিশের উপস্হিতিতে শাসক দলের দুষ্কৃতিদের  নৃশংস হামলায় বিধায়ক গুরুতর আহত হলে , রাজ্যে আইনের শাসন বলতে অবশিষ্ট কি আছে ? সি.পি.আই.এম বিধায়ক ( রানিগঞ্জ ) রুনু দত্ত এই বক্তব্য কে সমর্থন করে সভাকে জানান যে দুর্গাপুর ( পূর্ব ) এর বিধায়ক সন্তোষ দেবরায় বিধানসভার বিদ্যুৎবিষয়ক স্ট্যান্ডিং কমিটির অন্যতম সদস্য । তিনি ডিপিএল এর বিদ্যুৎ এর চড়া মাসুল বৃদ্ধি ও অস্বাভাবিক সিকিউরিটি ডিপোজিট জমার নির্দেশের বিরুদ্ধে আন্দোলনরত ১৩টি গন সংগঠন ও কনজিউমার ফোরামের পক্ষ নিয়ে ডিপিএল এর সাথে আলোচনা চালাচ্ছেন । ঘটনার দিন বিক্ষোভ-সমাবেশে বক্তব্য রেখেছিলেন । তার উপর এরকম আক্রমন সংসদীয় গনতন্ত্রের ক্ষেত্রে খারাপ নজির তৈরি করছে । এরপরে অধ্যক্ষ বিদ্যুৎমন্ত্রি শোভনদেব  চট্টোপাধ্যায় কে বিবৃতি দেওয়ার নির্দেশ দিলে , বিদ্যুৎমন্ত্রি বলেন এ বিষয়ে বিশদে খবর নিয়ে তিনি সভাকে জানাবেন । পরে সি.পি.আই.এম বিধায়ক ( বরজোড়া ) সুজিত চক্রবর্তী নেতৃত্বে বাম বিধায়কদের এক প্রতিনিধি দল বিদ্যুৎমন্ত্রির ঘরে দেখা করেন । তারা প্রশ্ন করেন যে ডিপিএল এর এর বিদ্যুৎ এর চড়া মাসুল বৃদ্ধি ও অস্বাভাবিক সিকিউরিটি ডিপোজিট জমার সিদ্ধান্ত কোথায় নেওয়া হয়েছে ? বিদ্যুৎমন্ত্রি এ বিষয়ে কোন সদুত্তর দিতে পারেন নি । খোজখবর নিয়ে পরে জানাবেন বলে জানিয়েছেন । ১৩টি গন সংগঠনের দুর্গাপুর বাঁচাও মঞ্চের আহ্বায়ক পঙ্কজ রায় সরকার জানিয়েছেন যে এর ফলে ডিপিএল এর এর বিদ্যুৎ এর চড়া মাসুল বৃদ্ধি ও অস্বাভাবিক সিকিউরিটি ডিপোজিট জমার নির্দেশের বিরুদ্ধে আন্দোলনের যৌক্তিকতা আবারও প্রমানিত হল ।

No comments:

Post a Comment