Tuesday 12 March 2019

দুর্গাপুর ইস্পাত কারখানার মধ্যে ভয়াবহ পথ-দুর্ঘটনার বলি ২ ।




দুর্গাপুর,১২ই মার্চ : দুর্গাপুর ইস্পাত কারখানার মধ্যে আবারও দুর্ঘটনায় মৃত্যু হল কর্মরত এক আধিকারিক ও এক শ্রমিকের । আজ দুপুরে কারখানার স্ট্রিপার বে’র বিভাগের কাছে একটি ডাম্পার উল্টোদিক থেকে আসা একটি মোটরসাইকেল কে পিষে দিয়ে পালিয়ে যায়।মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্হলেই প্রান হারান। উভয়েই কারখানার এণার্জি ম্যানেজমেন্ট বিভাগে কর্মরত ছিলেন । মৃত ম্যানেজার চন্দ্র ভূষন কুমার(৩৬) ও সিনিয়ার টেকনিশিয়ান উৎপল মন্ডল(৫২) ইস্পাতনগরীর যথাক্রমে শর্ট রোড ও মার্কনী এভিন্যু এর বাসিন্দা । এই ঘটনায় শ্রমিকদের মধ্যে উত্তেজনা তৈরি হয় । দূর্ঘটনাস্হলে দীর্ঘক্ষন মৃতদেহগুলি পড়ে থাকে । পরে ইস্পাত কর্তৃপক্ষ মৃতদের প্রত্যেকের একজন পোষ্যের চাকুরি ও উপযুক্ত ক্ষতিপুরনের লিখিত আশ্বাস দিলে মৃতদেহ গুলি পুলিশ নিয়ে যায় ।
  এ দিকে ঘটনাচক্রে আজ সকালে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর পক্ষে দুর্গাপুর ইস্পাতের ইডি( পি এ্যান্ড এ)-র কাছে কারখানার নিরাপত্তা বৃ্দ্ধি করতে দীর্ঘদিন ধরে চলে আসা শ্রমিকদের প্রতিনিধিত্বমূলক বিভিন্ন স্তরের সেফটি কমিটি গুলিকে অবিলম্বে সক্রিয় করার দাবি জানিয়ে ডেপুটেশন দেওয়া হয় । আজকের মর্মান্তিক দূর্ঘটনার পরে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর পক্ষে বিশ্বরূপ ব্যানার্জী তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন যে দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষ এই সেফটি কমিটি গুলিকে নিষ্ক্রিয় করে রাখার ফলে দুর্ঘটনা বেড়েই চলছে । প্রান হারাচ্ছেন শ্রমিক ও আধিকারিকরা । এরফলে শ্রমিকদের ও শ্রমিক পরিবারদের মধ্যে আতংক তৈরি হয়েছে,তাদের মনোবলে চিড় ধরেছে যা কারখানার উৎপাদনশীলতা কে ধাক্কা দিতে পারে । ‘রক্তপাত-শূণ্য ইস্পাত’ উৎপাদনের স্বার্থে কারখানায় অবিলম্বে  শ্রমিকদের প্রতিনিধিত্বমূলক বিভিন্ন স্তরের সেফটি কমিটি গুলিকে সক্রিয় করার পাশাপাশি জোরদার নজরদারি ও প্রয়োজনীয় ব্যয়-বরাদ্দের দাবি জানান তিনি । ইউনিয়ন এর পক্ষে তিনি মৃতদের শোকসন্তপ্ত পরিবারের উদ্দেশ্যে গভীর শোক ও সমবেদনা জানিয়ে অবিলম্বে দূর্ঘটনার প্রকৃত তদন্তের দাবি করেছেন ।

No comments:

Post a Comment